November 13, 2017

বন্ধুদের সাথে সম্পর্ক থাকুক সবসময় অটল

আউটসোর্সিং

শুভ রাত্রি বন্ধুরা! আমাদের প্রত্যেকের মধ্যেই সৃজনশীলতা থাকে। আর এরকম সৃজনশীল মানুষরাই সুন্দর ব্লগ আর ফেসবুক পেজ তৈরী করেন। কোন ভালো কন্টেন্ট না হলে কেউ সেই ব্লগ বা পেজ ভিজিট করতে চায় না। কিন্তু যারা এ বিষয়ে নতুন তারা কিভাবে ভিজিটর পাবে? কারণ প্রথম অবস্থায় নতুন হিসেবে ভালো কন্টেন্ট তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু ইউজারদের তো আগে আপনার ব্লগ অথবা ফেসবুক পেজটা দেখাতে হবে। তা নাহলে তারা জানবে কি করে যে আপনার একটা পেজ আছে? তার উপর আপনার যদি টাকা না থাকে তাহলে তো শুধু পেজই তৈরি হবে কিন্তু কেউ দেখতে পারবে না। এদিকে যদি কেউ না দেখে তাহলে গুগোলে আপনার পেজের র‍্যাংকিং কমে যাবে। আর আপনার এতো কষ্টের ফল হবে শুন্য! তাই এরকম নতুনদের কথা চিন্তা করেই বাংলাদেশে তৈরি হলো সম্পূর্ণ আধুনিক এবং সয়ংক্রিয় ইউজার সংগ্রহের সেরা সাইট Easy Rank Up। আসলে এটাকে ওয়েবসাইট না বলে অনলাইন সফটওয়্যার বলাই ভালো। কারণ আপনি এই সাইটে নিবন্ধন করার সাথে সাথেই এটি কাজ করা শুরু করে দেয়। আপনি শুধু আপনার ব্লগ অথবা ফেসবুক পেজের লিংক যুক্ত করে দিয়ে অন্য বন্ধুদের ব্লগ অথবা পেজ ভিজিট শুরু করে দিন। আর দেখুন আপনার ব্লগে অথবা ফেসবুক পেজেও হিট বেড়ে গেছে। অসম্ভব ভাবে জনপ্রিয় হয়ে উঠছে আপনার সাইট। আর একটি কথা মনে রাখবেন, এটি কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি! ভাবছেন আপনি তো নতুন, তাহলে কি করে কাজ করবেন? হা হা হা, চিন্তার কিছু নাই, এটি বাংলা ভাষার সাইট আর বাংলা টিউটোরিয়াল দেয়াই আছে। তারপরও আমি একটি ভিডিও দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে নিবন্ধন করতে পারেন।
সুতরাং নিশ্চিন্তে ভিজিট করুন EasyRankUp.com . এমন ফ্রি সিস্টেম বিশ্বে আর কোথাও পাবেন না। তাই আর দেরি কিসের?

No comments:

Post a Comment