ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৪] :: ড্রপডাউন মেনু তৈরি
আজকে টিউনের বিষয় আপনারা জানেন যে, আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার সাইটকে আরো আকর্ষণীয় করার জন্য
কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করবেন।
ড্রপডাউন মেনু কি???
যদিও এই শব্দটি আকাশ থেকে এসে পড়ে নি।এরপরও আমি জানি অনেকেই বুঝতে পারেন নি যে আসলে ড্রপ ডাউন মেনু কি??
আসলে ড্রপডাউন মেনু হচ্ছে এমন একটি মেনু যেখানে আপনি আপনার মাউস নিয়ে গেলেই তার সব চাইল্ড/ ক্যাটাগরি,পেইজ বা sub item দেখাবে।নিচের ছবিগুলো দেখুন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে।
আজকের টিউনটি ছোট হবে।তাই ভয় পাওয়ার কিছু নেই।এরপরও ভয় পেলে ঔষধ একটাই। নিচের ভিডীও টিউটোরিয়াল দেখুন আর প্রাকটিক্যালী শিখুন।
যাই হোক যা বলছিলাম... তো চলুন
দেখে নিই যে কিভাবে আমরা ড্রপডাউন মেনু এড করবো। প্রথমেই আমাদের ৩য় পর্ব অনুযায়ী বেশ কিছু ক্যাটাগরি তৈরি করুন। সেটা আপনার পছন্দ মত যেকোনো ওয়েবসাইট অনুসরণ করুন।
চাইলে ট্রিকবিডি নাম্বার ওয়ানের সকল ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরিগুলোও অনুসরণ করতে পারেন।
এবার চলুন দেখে নিই এই ক্যাটাগরি বা পেইজগুলো দিয়ে কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করা যায়। এর জন্য যা যা করতে হবে।
- প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগিন করুন এই লিংক yourwebsitename.com/wp-admin থেকে বা login লিখায় ক্লিক করে।
example: sorolworld.is-best.net/wp-admin - এরপর dashboard থেকে নিচের ছবির মত appearance>>>menus তে যান।
যদি পেইজ মেনুতে এড করতে চান তাহলে view all এ ক্লিক করুন। আর যদি ক্যাটাগরি মেনুতে এড করতে চান তাহলে category তে আগে ক্লিক করুন এরপর view all এ ক্লিক করে সিলেক্ট করুন। - এখন যেই ক্যাটাগরি বা পেইজকে যেটার ভিতরে ঢুকাতে চান সেটাকে শুধু ডানে শিফট শিফট করুন নিচের মত। যেমনঃ এখন android এর ভিতরে android phone review ঢুকাচ্ছি।
বুঝতেই পারছেন ছবিতে সাব আইটেম লিখা উঠেছে।এভাবে এন্ড্রয়েড root ও ডানে নিলাম। - save menu তে ক্লিক করুন।এবার দেখুন কি সুন্দরভাবে আমাদের মেনুটি ড্রপ ডাউন হয়ে গেছে।
এভাবে আপনি চাইলে আপনার পেইজগুলোকেও ডানে টেনে একটার ভিতর আরেকটা ঢুকাতে পারবেন।
এখনও যারা বুঝতে পারেন নি তারা ভিডিও টিউটোরিয়াল দেখে আসুন। আর যারা এমনিতেই যেতে চান আমার চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারেন।ভিডিও দেখতে নিচে ক্লিক করুন।
ধন্যবাদ। আমাদের টিউনটি কষ্ট করে পড়ার জন্য।দেখা হবে পরের টিউনে। ততদিন পর্যন্ত ভাল থাকুন। আর আমার জন্য দোয়া করুন।
source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/467432
ধন্যবাদ। আমাদের টিউনটি কষ্ট করে পড়ার জন্য।দেখা হবে পরের টিউনে। ততদিন পর্যন্ত ভাল থাকুন। আর আমার জন্য দোয়া করুন।
source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/467432
No comments:
Post a Comment