July 13, 2017

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৩] :: পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৩] :: পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি

আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে...
পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি
তো চলুন প্রথমেই দেখে নিই পেইজ কিভাবে তৈরি করবেন। আর মনে করে দেখুন গতপর্বে আমরা আলোচনায় মেনুতে গিয়ে
  • automaticaly add top new level page to menu,mobile menu ইত্যাদিতে টিক দিয়ে দিয়েছিলাম। নিচের ছবির মত।তাই আজ আমরা যেই পেইজগুলো এড করবো... সেগুলো অটোমেটিক মেনুতে এড হয়ে যাবে.
sshot
  • আমি জানি এমন দুই একজন অবশ্যই আছেন যারা আসলে বুঝতেই পারেন নি মেনুটা কি জিনিস।আচ্ছা লজ্জার কিছু নেই নিচের স্ক্রিনশট এ বুঝিয়ে দিচ্ছি।
sshot
যাইহোক এবার চলুন দেখাই কয়েকটি গুরুত্বপূর্ণ পেইজ যেগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে।যেগুলো না থাকলে সাধারণত গুগল এডসেন্স কাউকে এপ্রোভ করে না। এডসেন্স বলতে আপনার ওয়েবসাইট থেকে যদি ইনকাম করতে চান তাহলে গুগলের কাছ থেকে এড এনে আপনার ওয়েবসাইটে বসাতে হবে।সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। আগে আমরা পেইজগুলো তৈরি করি।ওয়েবসাইট সম্পুর্ণ করি।তারপর এডসেন্স।
  • আচ্ছা চলুন জেনে নিই কোন কোন পেইজ আপনার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে????
  1. ABOUT US(যেখানে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে হবে)
  2. CONTACT US(অর্থাৎ কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে)
  3. privacy and policy(গোপনীয়তা এবং নীতিমালা)
  4. terms of use/disclaimar(ব্যবহারের শর্তাবলী)
  5. copyright
উপরোক্ত ৫টি পেইজ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে।বাকিগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার।আপনি চাইলে কোনো পেইজ বা ক্যাটাগরি মেনুতে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন।
  • প্রথমেই দেখাবো কিভাবে একটা পেইজ কে ইডিট করবেন???

  • প্রথমেই আপনাকে ওয়েবসাইটে লগইন করে নিতে হবে। কিভাবে করবেন এটা গত পর্বে দেখিয়েছি। মোবাইল ইউজারদের জন্য আমরা মোবাইল ভিউ এর ব্যবস্থা করেছি।তাই মোবাইল ইউজাররা চাইলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।sshot
  • এরপর আপনি চাইলে ড্যাশবোর্ডে গিয়ে pages>>> all pages এ গিয়ে ইডিট করতে পারবেন।অথবা নিচের ছবির মত যেই পেইজটা ইডিট করতে চান সেই পেইজে যান। আমরা sample page কে ইডীট করবো।
  • sshot
sshot
sshot
  • এরপর নিচের মত ইডিট করে আপডেট এ ক্লিক করুন।
  • sshot
  • sshotএখন দেখাবো কিভাবে পারমানেন্ট লিংক ইডিট/এড/চেঞ্জ করতে হয়।পারমানেন্ট লিংক কি তা নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন।
  • sshotকিভাবে???
  • দেখতে থাকুন... বেশি সমস্যা হলে নিচে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন...
  • আবার ইডিট পেইজ এ যান এরপর নিচের ছবিগুলো অনুসরণ করুন...
  • sshot
  • sshot
  • এবার একটা নতুন পেইজ তৈরি করবো যেটার নাম হবে  contact Us .নিচের ছবি অনুসরণ করুন।
  • sshot
sshot
sshot
এবার সব লিখে পাবলিশে ক্লিক করলেই পেইজ পাবলিশ হয়ে যাবে।এভাবে সকল পেইজগুলো তৈরি করে ফেলুন।

এখন দেখাবো কিভাবে আপনি ক্যাটাগরি তৈরি করবেন????

  • প্রথমেই post এরপর category তে ক্লিক করুন। নিচের ছবির মত।
  • মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি...
  • sshot
  • sshot
  • এরপর add category তে ক্লিক করলেই ক্যাটাগরি এড হয়ে যাবে।
এবার মেনুতে এড করার জন্য নিচের ছবিগুলো অনুসরণ করুন।
sshot
এবার save এ ক্লিক করলেই আমাদের এই ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে এড হয়ে যাবে।
sshot
অনেক লিখে ফেলেছি।আর হাত চলতেছে না। আরও অনেক কিছুই বলতে পারলাম না। আসলে বলার চেষ্টা করেছি।কিন্তু রাত ১২টা বেজে ১৪মিনিট।সকালে ক্লাস আছে।তাই আর লিখতে পারলাম না।
তাই যেটুকু বলতে পারলাম না সেটুকু নিচের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন। আশা করি টিঊটোরিয়াল দেখলে অবশ্যই সব বুঝতে পারবেন, ইনশাআল্লাহ।
  • টিউটোরিয়াল দেখতে নিচে ক্লিক করুন।


source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/466314

No comments:

Post a Comment