ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১০] :: পেইড ইউজার সিস্টেম (মানে কোনো পেইজ কোন কোন ভিজিটর পড়তে পারবে তা নির্দিষ্ট করা)।অফিসের গোপন পেইজ তৈরি।
আজকের বিষয় যদিও টাইটেলে বলা হয়েছে,কিন্তু আমি জানি অনেকেই ক্লিয়ার হতে পারেন নি। তো চলুন বুঝিয়ে দিচ্ছি।
মনে করুন, আপনি আপনার ওয়েবসাইটের একটি পেইজে কিছু খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর লাইসেন্স কি যেগুলো কিনতে অনেক টাকা লাগে।কিন্তু আপনি এগুলো একটু ট্রিক খাটিয়ে ফ্রী পেয়ে গেছেন।তো আপনি অল্প টাকায় নিয়মিত এই লাইসেন্সগুলো আপনার ওয়েবসাইটের একটা পেইজে শেয়ার করেন।তবে এই লাইসেন্স কি গুলো সকল ইউজার দেখতে পারবে না।শুধু যারা আপনাকে টাকা দিয়েছে তারা দেখতে পারে।রেজিস্ট্রেশন করলেও দেখতে পারবে না,যদি আপনি সেই একাউন্ট এক্টিভ করে না দেন।
মনে করুন, আপনি আপনার একটা পেইজ তৈরি করলেন শুধু মাত্র বিভিন্ন সিমের ফ্রী ইন্টারনেট ট্রিকগুলো শেয়ার করার জন্য।তো আপনি চাচ্ছেন, সে পেইজটা শুধু তারাই পড়ুক যারা আপনাকে প্রতি মাসে কিছু টাকা সার্ভিস চার্জ হিসেবে দিবে। সেক্ষেত্রে আপনি আমার আজকের এই টিউন ব্যবহার করতে পারবেন।
উদাহারণঃ
একটা বাস্তব উদাহারণ দেই। আমি আমার ওয়েবসাইটে একটা টিভি সার্ভিস চালু করেছিলাম।তো সেখানে একটি পেইজে অনেকগুলো টিভি চ্যানেল এড করে রেখেছিলাম।সেখান থেকে জিপি সিমে ফ্রী টিভি দেখা যেত। কিন্তু যারা আমাকে টাকা দেই নি তারা ঐ পেইজে ঢুকলে বা লগইন করলেই বলতো যে আপনি এই সার্ভিসটি উপভোগ করতে হলে ২০টাকা দিয়ে আপনার একাউন্ট টি একটিভ করে নিন। আর যারা টাকা দিতো শুধু তারাই টিউন টা পড়তে পারতো বাকিরা টিভি দেখতে পারতো না।
আপনি মনে করেন, আপনার অফিসের একটা গোপন নোটিশ বোর্ড বানাবেন যেখানে শুধু মাত্র আপনার অফিসের কর্মচারী ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।সে ক্ষেত্রেও আপনি এই সিস্টেম ব্যবহার করতে পারেন।
এছাড়া মনে করুন আপনার ওয়েবসাইট এ হ্যাকিং বিষয়ে আলোচনা করবেন বা কোর্স করাবেন। এখন স্বাভাবিক ভাবেই যারা কোর্স করবে শুধু তারা আপনার টিউন পড়বে আর বাকিরা ঢুকলে পড়তে পারবে না।এই সিস্টেমের জন্যও আমার আজকের এই টিউন অনুসরণ করতে পারেন।
আজকে এতক্ষন বক করছি কেন জানেন??? কারণ আজকের ভিডিও টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়েছে। ৩৩মিনিটের মত ছিল।সেটা ইডিট করে ২৩মিনিটের মত হয়েছে। তাই যদি এই টিউন টা আমি লিখতে যাই তাহলে লিখত কমপক্ষে ১ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। আর আপনাদের পড়তে কতক্ষণ লাগবে আর কয়জনই বা পড়বেন।এ সব কথা ভেবে আমি আর টিউন টি বড় করছি না।
একটু কষ্ট করে ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিন সব বুঝে যাবেন।আর না বুঝলে তো টিউমেন্ট বক্স উন্মুক্ত আছে।টিউমেন্ট করবেন বুঝিয়ে দিবো।
source: http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/477921
source: http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/477921
No comments:
Post a Comment