ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৬] :: ওয়েবসাইট লগইন সিকিউরিটি।৮০ডলার প্রতিবছর মুল্যের সিকিউরিটি প্লাগিন নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে
আজ আমি আপনাদের দেখাবো মূলত দুইটি জিনিস...
- ওয়েবসাইটের লগইন সিকিউরিটি(গুগল রিক্যাপচা)
- ওয়েবসাইটের জন্য ৮০ডলার প্রতিবছর মূল্যের সিকিউরিটি প্লাগিন দিবো সম্পূর্ণ ফ্রীতে.প্লাগিনের নামঃ ithemes security pro।(এটা টিউনের নিচের অংশে পাবেন)
১।ওয়েবসাইটের লগইন সিকিউরিটি কেন ইউজ করবেন????
হ্যাকাররা আপনার ওয়েবসাইট কে হ্যাক করার জন্য অবশ্যই লগইন করার চেষ্টা করবে। তাই লগইনেই যদি একটা সিকিউরিউরিটি ইউজ করা যায় তাহলে আপনার ওয়েবসাইট অনেকটা সুরক্ষিত থাকবে। হ্যাকারদের হ্যাক করতে অনেক কষ্ট করতে হবে।
কিভাবে লগইন সিকিউরিটী দিবেন????
আরে ভাই এটা খুব একটা কঠিন কাজ না। খুব সহজেই আপনি চাইলে সে সিকিউরিটী দিতে পারেন। আর সেটা যদি হয় আবার গুগুলের সিকিউরিটি,তাহলে তো আর কথাই থাকে না।
আচ্ছা চলুন কিভাবে সিকিউরিটি চালু করবেন তা দেখে নিনঃ
আগেই বলে দিচ্ছি, যারা ভয় পাচ্ছেন তারা আমার নিচের ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।
- প্রথমেই plugin>> add new এ ক্লিক করুন>>>
- এরপর সার্চ বক্সে সার্চ করুন google recaptcha লিখে।
- এরপর নিচের ছবির মত google recaptcha by bestwebsoft ইন্সটল করে এক্টীভ করুন।
এরপর নিচের ছবির মত সেটিংস এ যান।আর সাইট কি এর জন্য click here লিখায় ক্লিক করে জিমেইল/গুগল একাউন্টে লগিন করুন।
আর আপনার gmail এ লগিন করুন।
আর আপনার gmail এ লগিন করুন।
আপনার ওয়েবসাইটের নাম আর ডোমেইন নেম দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।
আর site key আর secret key সংগ্রহ করুন।
নিচের ছবিগুলোর মত।
আর site key আর secret key সংগ্রহ করুন।
নিচের ছবিগুলোর মত।
আরো বিস্তারিত জানতে ভিডিও টিটোরিয়াল দেখুন।
২।এবার আপনাদেরকে দিবো ৮০ডলার মূল্যের সিকিউরিটি প্লাগিন।
- প্রথমেইআমার ভিডীও ডিস্ক্রিপশন থেকে প্লাগিনটী ডাউনলোড করে নিন।এরপর plugin>>> add new>> upload plugin এ ক্লিক করুন।
এরপর আপলোড করুন। - নিচের ছবিগুলো অনুসরণ করুন।
- এরপর activate এ ক্লিক করে এক্টিভ করে নিন।
- এছাড়া কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত জানতে আমাদের নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/470598
No comments:
Post a Comment