July 13, 2017

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১১] :: আপনার গ্রুপ বা পেইজের সকল টিউন আপনার ওয়েবসাইটে দেখান আর নিয়ে নিন হাজার হাজার লাইক,টিউমেন্ট

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১১] :: আপনার গ্রুপ বা পেইজের সকল টিউন আপনার ওয়েবসাইটে দেখান আর নিয়ে নিন হাজার হাজার লাইক,টিউমেন্ট


আজকের টিউনটি খুবই গুরুত্বপূর্ণ।মনে করুন আপনার একটা গ্রুপ আছে। আপনি অনেক কিছু জানেন।কিন্তু মেম্বার কম থাকায় শেয়ার করে তেমন মজা পাচ্ছেন না। বা আপনার পেইজে লাইক কম। সে ক্ষেত্রে আপনার জন্যই আজকের এই টিউন টি।স্বাভাবিক ভাবেই আপনার ওয়েবসাইটে ভাল টিউন হলে সবাই আপনার গ্রুপে ও পেইজে জয়েন করবে এবং লাইক দিবে।কারণ আপনার গ্রুপে বা পেইজে কি ধরণের টিউন হচ্ছে তা সে আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারছে।
আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে,
মনে আপনার গ্রুপে মেম্বাররা নিয়মিত টিউন করছে। তাদের প্রতিটি টিউন আপনি আপনার ওয়েবসাইটে দেখাবে এবং সবাই পড়তে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হল ফেসবুকের সকল টিউন আপনার ডাটাবেসে সেভ হয়ে থাকবে। মানে আপনার পেইজে বা গ্রুপে কেউ ধরুন একটা খারাপ টিউন করলো। এরপর ডিলিট করে দিলো। এখন আপনাকে সে বলতে পারে যে টিউন টি সে করে নি। সেক্ষেত্রে সে ফেসবুক থেকে টিউন ডিলিট করে ফেললেও আপনার ওয়েবসাইট থেকে ডিলিট হবে না। শুধু তার দেয়া ছবিটা ডিলিট হবে।কিন্ত তার দেয়া টিউন আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন।
তো সেই কাজটা কিভাবে করবেন? আসলে সে কাজটা করার জন্য আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহার করবো। এর জন্য আপনি প্রথমে আপনার ওয়েবসাইটে লগিন করুন।
এরপর নিচের ছবির মতো...
plugins>>>>>add new এ ক্লিক করে করুন।আর সার্চ বক্সে facebook feed wd লিখে সার্চ দিন।
এরপর প্লাগিনটা ইনস্টল করুন। এরপর activate করে নিন। একটিভ করে আপনাকে একটা ফেসবুক এপ্স তৈরি করতে হবে। সেটা তৈরি করতে মাত্র ১মিনিট লাগবে।কিন্তু এইখানে লিখলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই কষ্ট করে একটু নিচের ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিন। আর টিউটোরিয়ালটি মাত্র ১২মিনিটে করা হয়েছে ইডিট করে।তাই বেশি সময়ও নষ্ট হবে না। ভাল লাগলে অবশ্যই টিউন টিতে লাইক,টিউমেন্ট এবং শেয়ার ও নির্বাচিত মনোনয়ন এও ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন আশা করি।
পরবর্তী টিউনে থাকবে কিভাবে আপনি টিউন করলেই তা আপনার ফেসবুক গ্রুপ বা পেইজে অটোমেটিক টিউন হয়ে যাবে। আর সেখানে লিখা থাকবে আপনার ওয়েবসাইটের নাম। মানে posted(your website name) example posted by techtunes.com.bd
ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ


source: http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/478405

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১০] :: পেইড ইউজার সিস্টেম (মানে কোনো পেইজ কোন কোন ভিজিটর পড়তে পারবে তা নির্দিষ্ট করা)।অফিসের গোপন পেইজ তৈরি। 21

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১০] :: পেইড ইউজার সিস্টেম (মানে কোনো পেইজ কোন কোন ভিজিটর পড়তে পারবে তা নির্দিষ্ট করা)।অফিসের গোপন পেইজ তৈরি।

আজকের বিষয় যদিও টাইটেলে বলা হয়েছে,কিন্তু আমি জানি অনেকেই ক্লিয়ার হতে পারেন নি। তো চলুন বুঝিয়ে দিচ্ছি।
মনে করুন, আপনি আপনার ওয়েবসাইটের একটি পেইজে কিছু খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর লাইসেন্স কি যেগুলো কিনতে অনেক টাকা লাগে।কিন্তু আপনি এগুলো একটু ট্রিক খাটিয়ে ফ্রী পেয়ে গেছেন।তো আপনি অল্প টাকায় নিয়মিত এই লাইসেন্সগুলো আপনার ওয়েবসাইটের একটা পেইজে শেয়ার করেন।তবে এই লাইসেন্স কি গুলো সকল ইউজার দেখতে পারবে না।শুধু যারা আপনাকে টাকা দিয়েছে তারা দেখতে পারে।রেজিস্ট্রেশন করলেও দেখতে পারবে না,যদি আপনি সেই একাউন্ট এক্টিভ করে না দেন।
মনে করুন, আপনি আপনার একটা পেইজ তৈরি করলেন শুধু মাত্র বিভিন্ন সিমের ফ্রী ইন্টারনেট ট্রিকগুলো শেয়ার করার জন্য।তো আপনি চাচ্ছেন, সে পেইজটা শুধু তারাই পড়ুক যারা আপনাকে প্রতি মাসে কিছু টাকা সার্ভিস চার্জ হিসেবে দিবে। সেক্ষেত্রে আপনি আমার আজকের এই টিউন ব্যবহার করতে পারবেন।
উদাহারণঃ
একটা বাস্তব উদাহারণ দেই। আমি আমার ওয়েবসাইটে একটা টিভি সার্ভিস চালু করেছিলাম।তো সেখানে একটি পেইজে অনেকগুলো টিভি চ্যানেল এড করে রেখেছিলাম।সেখান থেকে জিপি সিমে ফ্রী টিভি দেখা যেত। কিন্তু যারা আমাকে টাকা দেই নি তারা ঐ পেইজে ঢুকলে বা লগইন করলেই বলতো যে আপনি এই সার্ভিসটি উপভোগ করতে হলে ২০টাকা দিয়ে আপনার একাউন্ট টি একটিভ করে নিন। আর যারা টাকা দিতো শুধু তারাই টিউন টা পড়তে পারতো বাকিরা টিভি দেখতে পারতো না।
আপনি মনে করেন, আপনার অফিসের একটা গোপন নোটিশ বোর্ড বানাবেন যেখানে শুধু মাত্র আপনার অফিসের কর্মচারী ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।সে ক্ষেত্রেও আপনি এই সিস্টেম ব্যবহার করতে পারেন।
এছাড়া মনে করুন আপনার ওয়েবসাইট এ হ্যাকিং বিষয়ে আলোচনা করবেন বা কোর্স করাবেন। এখন স্বাভাবিক ভাবেই যারা কোর্স করবে শুধু তারা আপনার টিউন পড়বে আর বাকিরা ঢুকলে পড়তে পারবে না।এই সিস্টেমের জন্যও আমার আজকের এই টিউন অনুসরণ করতে পারেন।
আজকে এতক্ষন বক করছি কেন জানেন??? কারণ আজকের ভিডিও টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়েছে। ৩৩মিনিটের মত ছিল।সেটা ইডিট করে ২৩মিনিটের মত হয়েছে। তাই যদি এই টিউন টা আমি লিখতে যাই তাহলে লিখত কমপক্ষে ১ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। আর আপনাদের পড়তে কতক্ষণ লাগবে আর কয়জনই বা পড়বেন।এ সব কথা ভেবে আমি আর টিউন টি বড় করছি না।
একটু কষ্ট  করে ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিন সব বুঝে যাবেন।আর না বুঝলে তো টিউমেন্ট বক্স উন্মুক্ত আছে।টিউমেন্ট করবেন বুঝিয়ে দিবো।


source: http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/477921

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৯] :: all in one seo আপডেট করুন সম্পুর্ণ ফ্রীতে

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৯] :: all in one seo আপডেট করুন সম্পুর্ণ ফ্রীতে

তো চলুন আজকের টপিক এ যাই,আপনার all in one seo প্লাগিনটি বলতেছে যে, your license key is invalid তাই না??? আর সে কারণেই আপনার এসইও আপডেট হচ্ছে না তাই না??/ তো কিভাবে আপডেট করবেন সেটাই আজকের আলোচনার বিষয়।
প্রথমেই নিচের ছবির মত  plugin>>>>installed plugin এ ক্লিক করুন.এরপর...
all in one seo deactivate করে দিন।
এরপর দেখুন delete লিখা আছে। সেখানে ক্লিক করে all in one seo ডিলিট করে দিন।এরপর... আবার plugin >>> add new>>>>
upload প্লাগিন এ ক্লিক করুন... নিচের লিংক থেকে all in one seo ডাউনলোড করে আপ্লোড করে ইন্সটল করুন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন... 
আর বাকি প্রসেসটা নিচের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন...




source:http://www.techtunes.com.bd/seo/tune-id/477815



















ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৭] :: ৬হাজার টাকার মূল্যের প্লাগিন ফ্রীতে নিন আর আপনার ওয়েবসাইটকে আনুন গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায়

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৭] :: ৬হাজার টাকার মূল্যের প্লাগিন ফ্রীতে নিন আর আপনার ওয়েবসাইটকে আনুন গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায়



আমাদের ওয়েবসাইটগুলোতে যেই কয়েকভাবে ভিজিটর ঢুকে তার অন্যতম একটী উপায় হচ্ছে গুগল বা গুগলের মত সার্চ ইঞ্জিনে সার্চ করে। আর তাই যে ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকতে পারে তাদের ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এটাই চিরন্তন সত্য কথা। আর তাই আপনাদের ওয়েবসাইটও যেন জনপ্রিয় ওয়েবসাইটের তালিকায় যায় তাই আজ আমি শেয়ার করতে যাচ্ছি ৬হাজার টাকা মূল্যের একটি seo বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্লাগিন সম্পূর্ণ ফ্রীতে। কি বিশ্বাস হচ্ছে না???
আচ্ছা, একটু পরই বিশ্বাস হবে।আসুন আগে জেনে নিই প্লাগিনটির নাম।

প্লাগিনটির নামঃ ALL IN ONE SEO pro

আমি জানি অনেকেই এই প্লাগিনের নাম হয়ত শুনেছেন।আর অনেকেই হয়ত ফ্রি ভার্শন ইউজ করতেছেন।তো আজ আমরা আপনাদেরকে দিবো প্রিমিয়াম প্লাগিন ফ্রীতে।
আগে এই প্লাগিনের নিজস্ব ওয়েবসাইটে দেখে নিন তাদের এই প্লাগিনটির সত্যিকারের মূল্য...
seo

টেকটিউনস এর ভুল বুঝার কোনো কারণ নেই কারণ ঐ লিংটা শুধু প্রাইজ টা দেখার জন্য শেয়ার করেছি। কেউ ঐখান থেকে কিনবে না। কারণ আমরা সবাইকে ফ্রিতে দিচ্ছি।

আসলে টেকটিউনস এর রুলস অনুযায়ী কোনো লিংক শেয়ার করা উচিত নয়। এরপরও সত্যতা যাচাইয়ের জন্য আপনাদেরকে ছবিতে লিংক দিয়েছি।
আর এই প্লাগিনের কিছু সুবিধা নিয়ে এখন আমি আলোচনা করতে চাই সেটা হলঃ
একটা গল্প, আমার ওয়েবসাইটে আমি এই প্লাগিন ইউজ করি। আমার ওয়েবসাইটের বয়স প্রায় ১বছর। টিউন মনে হয় ৭ হাজার হবে।কিন্তু প্রতিদিন প্রায় ৮০-৯০ জন সার্চ ইঞ্জিনে সার্চ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে। মানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট থাকে আর তা যদি কেউ গুগলে সার্চ করে তাহলে গুগলের প্রথম পেইজে আমাদের সাইট এর রেজাল্ট আসে। তাই এই ভিজিটর গুলো ভিজিট করে।  কি কি আছে এই প্লাগিনটিতে???
  1. সাইটম্যাপ
  2. বিংসাইট ম্যাপ
  3. কিওয়ার্ড সিস্টেম
  4. ওয়েবসাইটের কাস্টম ডিস্ক্রিপশন
  5. social meta
  6. robot.txt
  7. file editor
  8. importer exporter
  9. video sitemap
  10. feature manager
  11. perfomance
এছাড়াও আছে

All in One SEO Pack Pro Features and Benefits

Advanced  Support for WooCommerce
SEO for Categories, Tags and Custom Taxonomies
Video SEO Module
Access to Video Screencasts
Access to Premium Support Forums
Access to Knowledge Center
অনেকেই মনে মনে বলতেছেন যে, কিছুই তো বুঝলাম না। আরে ভাই যারা বুঝেন নাই তাদের আর বুঝার দরকারও নাই। আমরা আছি কি জন্যে??? আমাদের নিয়মিত টিউন অনুসরণ করুন।
অনেক তো বক বক করলাম। এখন অনেকেই প্লাগিন ডাউনলোডের জন্য লিংক খুঁজতেছেন। আরে ভাই এখনও তো লিংকই দেই নি তো পাবেন কোথায়।???
আসলে এইটা একটা লাইসেন্সকৃত প্রতিষ্ঠান। তাই এই প্লাগিনের লিংক যেখানে সেখানে শেয়ার করলে কপিরাইট এক্ট অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। তাই এই লিংক টেকটিউনস এ দেয়া যাবে না। আর আমার ইউটিউবের ভিডিও ডিস্ক্রিপশনে দিলেও সমস্যা আছে। জানি অনেকেই টেনশনে পড়ে গেছেন। তাহলে কি ডাউনলোড লিংক দিবেন্ না???
আরে ভাই না দিলে কি আর এমনিতেই টিউন করেছি?? অবশ্যই দিবো। অনেক কষ্টে একটা উপায় বের করেছি। সেটা হচ্ছে, শুধুমাত্র এই প্লাগিনের লিংটা আমাদের ইউটিউবের ভিডিও এর ভিতরে দিয়ে দিয়েছি একেবারে শর্ট করে। মানে ভিডিও দেখার সময় আপনাদেরকে বার বার লিংক দেখাবে। তখন ঐ লিংক ব্যবহার করুন।
অনেক টেকনিক অবলম্বন করে আপনাদের সাথে প্লাগিন টি শেয়ার করলাম। অবশ্যই লাইক টিউমেন্ট এবং শেয়ার করুন।

ভিডিও টিউটোরিয়াল দেখতে নিচে ক্লিক করুন।






source: http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/471429

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৬] :: ওয়েবসাইট লগইন সিকিউরিটি।৮০ডলার প্রতিবছর মুল্যের সিকিউরিটি প্লাগিন নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৬] :: ওয়েবসাইট লগইন সিকিউরিটি।৮০ডলার প্রতিবছর মুল্যের সিকিউরিটি প্লাগিন নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে


আজ আমি আপনাদের দেখাবো মূলত দুইটি জিনিস...
  1. ওয়েবসাইটের লগইন সিকিউরিটি(গুগল রিক্যাপচা)
  2. ওয়েবসাইটের জন্য ৮০ডলার প্রতিবছর মূল্যের সিকিউরিটি প্লাগিন দিবো সম্পূর্ণ ফ্রীতে.প্লাগিনের নামঃ ithemes security pro।(এটা টিউনের নিচের অংশে পাবেন)

১।ওয়েবসাইটের লগইন সিকিউরিটি কেন ইউজ করবেন????

হ্যাকাররা আপনার ওয়েবসাইট কে হ্যাক করার জন্য অবশ্যই লগইন করার চেষ্টা করবে। তাই লগইনেই যদি একটা সিকিউরিউরিটি ইউজ করা যায় তাহলে আপনার ওয়েবসাইট অনেকটা সুরক্ষিত থাকবে। হ্যাকারদের হ্যাক করতে অনেক কষ্ট করতে হবে।

কিভাবে লগইন সিকিউরিটী দিবেন????

আরে ভাই এটা খুব একটা কঠিন কাজ না। খুব সহজেই আপনি চাইলে সে সিকিউরিটী দিতে পারেন। আর সেটা যদি হয় আবার  গুগুলের সিকিউরিটি,তাহলে তো আর কথাই থাকে না।
আচ্ছা চলুন কিভাবে সিকিউরিটি চালু করবেন তা দেখে নিনঃ

আগেই বলে দিচ্ছি, যারা ভয় পাচ্ছেন তারা আমার নিচের  ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।

  1. প্রথমেই plugin>> add new এ ক্লিক করুন>>>
  2. এরপর সার্চ বক্সে সার্চ করুন google recaptcha লিখে।
  3. এরপর নিচের ছবির মত google recaptcha by bestwebsoft ইন্সটল করে এক্টীভ করুন।security-3
এরপর নিচের ছবির মত সেটিংস এ যান।আর সাইট কি এর জন্য click here লিখায় ক্লিক করে জিমেইল/গুগল একাউন্টে লগিন করুন।
আর আপনার gmail এ লগিন করুন।
আপনার ওয়েবসাইটের নাম আর ডোমেইন নেম দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।
আর site key আর secret key সংগ্রহ করুন।
নিচের ছবিগুলোর মত।

ssssssssআরো বিস্তারিত জানতে ভিডিও টিটোরিয়াল দেখুন।

২।এবার আপনাদেরকে দিবো ৮০ডলার মূল্যের সিকিউরিটি প্লাগিন।

  1. প্রথমেইআমার ভিডীও ডিস্ক্রিপশন থেকে প্লাগিনটী ডাউনলোড করে নিন।এরপর plugin>>> add new>> upload plugin  এ ক্লিক করুন।
    এরপর আপলোড করুন।
  2. নিচের ছবিগুলো অনুসরণ করুন।
    ssss
  3. এরপর activate এ ক্লিক করে এক্টিভ করে নিন।
  4. এছাড়া কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত জানতে আমাদের নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।


source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/470598

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৫] :: আজ থেকে ওয়েবসাইটে Post করলেই সেটা অটোমেটিক ফেসবুক পেইজে Post হয়ে যাবে 7

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৫] :: আজ থেকে ওয়েবসাইটে Post করলেই সেটা অটোমেটিক ফেসবুক পেইজে Post হয়ে যাবে


জ আমি আপনাদের সাথে সেই বিষয়টিই শেয়ার করতে চাচ্ছি। সবকিছু তো আর একদিনে শেয়ার করা সম্ভব না।তাই আজ শুধু দেখাবো কি করে আপনি আপনার ওয়েবসাইটে Post করলে তা অটোমেটিক আপনার প্রোফাইলে ও পেইজে Post হয়ে যাবে।
প্রথমেই আপনার ওয়েবসাইটে লগইন করুন। এরপর ডাশবোর্ডে গিয়ে নিচের ছবির মত plugin>>> add new এ ক্লিক করুন। সেখানে দেখবেন jetpack by wordpress plugin প্রথমেই দেয়া আছে। সেটা ইনস্টল করুন।

এরপর কিভাবে jetpack কানেক্ট করবেন এবং আপনি ওয়েবসাইটে Post করলেই সেটা আপনার ফেসবুক প্রোফাইলে,পেইজে এবং গুগল+ একাউন্টে চলে যাবে সেটা দেখার জন্য আমার দেয়া নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।কারণ যারা নতুন তাদেরকে এখানে হাজার বুঝানোর চেষ্টা করলেও হয়ত দুই একজন ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই ভিডিও টিউটোরিয়াল দেখতে বললাম।
পরবর্তী পর্ব শীগ্রই আসছে... সেখানে আলোচনা করবো কিভাবে আপনি আপনার গ্রুপে অটো Post সিস্টেম করবেন এবং Post করার সময় লিখা থাকবে posted by yourwebsite. যেমনঃ posted by trickbdno1.com
ওয়েবসাইটে Post করলেই সেটা অটোমেটিক ফেসবুক পেইজে Post হয়ে যাবে


sourcing: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/467657

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৪] :: ড্রপডাউন মেনু তৈরি

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৪] :: ড্রপডাউন মেনু তৈরি


আজকে টিউনের বিষয় আপনারা জানেন যে, আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার সাইটকে আরো আকর্ষণীয় করার জন্য
কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করবেন।

ড্রপডাউন মেনু কি??? 

যদিও এই শব্দটি আকাশ থেকে এসে পড়ে নি।এরপরও আমি জানি অনেকেই বুঝতে পারেন নি যে আসলে ড্রপ ডাউন মেনু কি??
আসলে ড্রপডাউন মেনু হচ্ছে এমন একটি মেনু যেখানে আপনি আপনার মাউস নিয়ে গেলেই তার সব চাইল্ড/ ক্যাটাগরি,পেইজ বা sub item দেখাবে।নিচের ছবিগুলো দেখুন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে।
w4

আজকের টিউনটি ছোট হবে।তাই ভয় পাওয়ার কিছু নেই।এরপরও ভয় পেলে ঔষধ একটাই। নিচের ভিডীও টিউটোরিয়াল দেখুন আর প্রাকটিক্যালী শিখুন।

যাই হোক যা বলছিলাম... তো চলুন
দেখে নিই যে কিভাবে আমরা ড্রপডাউন মেনু এড করবো। প্রথমেই আমাদের ৩য় পর্ব অনুযায়ী বেশ কিছু ক্যাটাগরি তৈরি করুন। সেটা আপনার পছন্দ মত যেকোনো ওয়েবসাইট অনুসরণ করুন।
চাইলে ট্রিকবিডি নাম্বার ওয়ানের সকল ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরিগুলোও অনুসরণ করতে পারেন।
এবার চলুন দেখে নিই এই ক্যাটাগরি বা পেইজগুলো দিয়ে কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করা যায়। এর জন্য যা যা করতে হবে।
  1. প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগিন করুন এই লিংক yourwebsitename.com/wp-admin থেকে বা login লিখায় ক্লিক করে।
    example: sorolworld.is-best.net/wp-admin
  2. এরপর dashboard থেকে নিচের ছবির মত appearance>>>menus তে যান।
    w4যদি পেইজ মেনুতে এড করতে চান তাহলে view all এ ক্লিক করুন। আর যদি ক্যাটাগরি মেনুতে এড করতে চান তাহলে category তে আগে ক্লিক করুন এরপর view all এ ক্লিক করে সিলেক্ট করুন।
  3. w4w4
  4. এখন যেই ক্যাটাগরি বা পেইজকে যেটার ভিতরে ঢুকাতে চান সেটাকে শুধু ডানে শিফট শিফট করুন নিচের মত। যেমনঃ এখন android এর ভিতরে android phone review ঢুকাচ্ছি।
    w4বুঝতেই পারছেন ছবিতে সাব আইটেম লিখা উঠেছে।এভাবে এন্ড্রয়েড root ও ডানে নিলাম।
  5. save menu তে ক্লিক করুন।এবার দেখুন কি সুন্দরভাবে আমাদের মেনুটি ড্রপ ডাউন  হয়ে গেছে।
    w4এভাবে আপনি চাইলে আপনার পেইজগুলোকেও ডানে টেনে একটার ভিতর আরেকটা ঢুকাতে পারবেন।
এখনও যারা বুঝতে পারেন নি তারা ভিডিও টিউটোরিয়াল দেখে আসুন। আর যারা এমনিতেই যেতে চান আমার চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারেন।ভিডিও দেখতে নিচে ক্লিক করুন।

ধন্যবাদ। আমাদের টিউনটি কষ্ট করে পড়ার জন্য।দেখা হবে পরের টিউনে। ততদিন পর্যন্ত ভাল থাকুন। আর আমার জন্য দোয়া করুন।

source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/467432

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৪] :: ড্রপডাউন মেনু তৈরি

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৪] :: ড্রপডাউন মেনু তৈরি

আজকে টিউনের বিষয় আপনারা জানেন যে, আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার সাইটকে আরো আকর্ষণীয় করার জন্য
কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করবেন।

ড্রপডাউন মেনু কি??? 

যদিও এই শব্দটি আকাশ থেকে এসে পড়ে নি।এরপরও আমি জানি অনেকেই বুঝতে পারেন নি যে আসলে ড্রপ ডাউন মেনু কি??
আসলে ড্রপডাউন মেনু হচ্ছে এমন একটি মেনু যেখানে আপনি আপনার মাউস নিয়ে গেলেই তার সব চাইল্ড/ ক্যাটাগরি,পেইজ বা sub item দেখাবে।নিচের ছবিগুলো দেখুন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে।
w4

আজকের টিউনটি ছোট হবে।তাই ভয় পাওয়ার কিছু নেই।এরপরও ভয় পেলে ঔষধ একটাই। নিচের ভিডীও টিউটোরিয়াল দেখুন আর প্রাকটিক্যালী শিখুন।

যাই হোক যা বলছিলাম... তো চলুন
দেখে নিই যে কিভাবে আমরা ড্রপডাউন মেনু এড করবো। প্রথমেই আমাদের ৩য় পর্ব অনুযায়ী বেশ কিছু ক্যাটাগরি তৈরি করুন। সেটা আপনার পছন্দ মত যেকোনো ওয়েবসাইট অনুসরণ করুন।
চাইলে ট্রিকবিডি নাম্বার ওয়ানের সকল ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরিগুলোও অনুসরণ করতে পারেন।
এবার চলুন দেখে নিই এই ক্যাটাগরি বা পেইজগুলো দিয়ে কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করা যায়। এর জন্য যা যা করতে হবে।
  1. প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগিন করুন এই লিংক yourwebsitename.com/wp-admin থেকে বা login লিখায় ক্লিক করে।
    example: sorolworld.is-best.net/wp-admin
  2. এরপর dashboard থেকে নিচের ছবির মত appearance>>>menus তে যান।
    w4যদি পেইজ মেনুতে এড করতে চান তাহলে view all এ ক্লিক করুন। আর যদি ক্যাটাগরি মেনুতে এড করতে চান তাহলে category তে আগে ক্লিক করুন এরপর view all এ ক্লিক করে সিলেক্ট করুন।
  3. w4w4
  4. এখন যেই ক্যাটাগরি বা পেইজকে যেটার ভিতরে ঢুকাতে চান সেটাকে শুধু ডানে শিফট শিফট করুন নিচের মত। যেমনঃ এখন android এর ভিতরে android phone review ঢুকাচ্ছি।
    w4বুঝতেই পারছেন ছবিতে সাব আইটেম লিখা উঠেছে।এভাবে এন্ড্রয়েড root ও ডানে নিলাম।
  5. save menu তে ক্লিক করুন।এবার দেখুন কি সুন্দরভাবে আমাদের মেনুটি ড্রপ ডাউন  হয়ে গেছে।
    w4এভাবে আপনি চাইলে আপনার পেইজগুলোকেও ডানে টেনে একটার ভিতর আরেকটা ঢুকাতে পারবেন।
এখনও যারা বুঝতে পারেন নি তারা ভিডিও টিউটোরিয়াল দেখে আসুন। আর যারা এমনিতেই যেতে চান আমার চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারেন।ভিডিও দেখতে নিচে ক্লিক করুন।

ধন্যবাদ। আমাদের টিউনটি কষ্ট করে পড়ার জন্য।দেখা হবে পরের টিউনে। ততদিন পর্যন্ত ভাল থাকুন। আর আমার জন্য দোয়া করুন।

source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/467432

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৩] :: পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৩] :: পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি

আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে...
পেইজ,ক্যাটাগরি মেনুতে এড করা,টিউন করার নিয়ম এবং গুগল এডসেন্সে এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেইজ তৈরি
তো চলুন প্রথমেই দেখে নিই পেইজ কিভাবে তৈরি করবেন। আর মনে করে দেখুন গতপর্বে আমরা আলোচনায় মেনুতে গিয়ে
  • automaticaly add top new level page to menu,mobile menu ইত্যাদিতে টিক দিয়ে দিয়েছিলাম। নিচের ছবির মত।তাই আজ আমরা যেই পেইজগুলো এড করবো... সেগুলো অটোমেটিক মেনুতে এড হয়ে যাবে.
sshot
  • আমি জানি এমন দুই একজন অবশ্যই আছেন যারা আসলে বুঝতেই পারেন নি মেনুটা কি জিনিস।আচ্ছা লজ্জার কিছু নেই নিচের স্ক্রিনশট এ বুঝিয়ে দিচ্ছি।
sshot
যাইহোক এবার চলুন দেখাই কয়েকটি গুরুত্বপূর্ণ পেইজ যেগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে।যেগুলো না থাকলে সাধারণত গুগল এডসেন্স কাউকে এপ্রোভ করে না। এডসেন্স বলতে আপনার ওয়েবসাইট থেকে যদি ইনকাম করতে চান তাহলে গুগলের কাছ থেকে এড এনে আপনার ওয়েবসাইটে বসাতে হবে।সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। আগে আমরা পেইজগুলো তৈরি করি।ওয়েবসাইট সম্পুর্ণ করি।তারপর এডসেন্স।
  • আচ্ছা চলুন জেনে নিই কোন কোন পেইজ আপনার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে????
  1. ABOUT US(যেখানে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে হবে)
  2. CONTACT US(অর্থাৎ কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে)
  3. privacy and policy(গোপনীয়তা এবং নীতিমালা)
  4. terms of use/disclaimar(ব্যবহারের শর্তাবলী)
  5. copyright
উপরোক্ত ৫টি পেইজ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে।বাকিগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার।আপনি চাইলে কোনো পেইজ বা ক্যাটাগরি মেনুতে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন।
  • প্রথমেই দেখাবো কিভাবে একটা পেইজ কে ইডিট করবেন???

  • প্রথমেই আপনাকে ওয়েবসাইটে লগইন করে নিতে হবে। কিভাবে করবেন এটা গত পর্বে দেখিয়েছি। মোবাইল ইউজারদের জন্য আমরা মোবাইল ভিউ এর ব্যবস্থা করেছি।তাই মোবাইল ইউজাররা চাইলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।sshot
  • এরপর আপনি চাইলে ড্যাশবোর্ডে গিয়ে pages>>> all pages এ গিয়ে ইডিট করতে পারবেন।অথবা নিচের ছবির মত যেই পেইজটা ইডিট করতে চান সেই পেইজে যান। আমরা sample page কে ইডীট করবো।
  • sshot
sshot
sshot
  • এরপর নিচের মত ইডিট করে আপডেট এ ক্লিক করুন।
  • sshot
  • sshotএখন দেখাবো কিভাবে পারমানেন্ট লিংক ইডিট/এড/চেঞ্জ করতে হয়।পারমানেন্ট লিংক কি তা নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন।
  • sshotকিভাবে???
  • দেখতে থাকুন... বেশি সমস্যা হলে নিচে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন...
  • আবার ইডিট পেইজ এ যান এরপর নিচের ছবিগুলো অনুসরণ করুন...
  • sshot
  • sshot
  • এবার একটা নতুন পেইজ তৈরি করবো যেটার নাম হবে  contact Us .নিচের ছবি অনুসরণ করুন।
  • sshot
sshot
sshot
এবার সব লিখে পাবলিশে ক্লিক করলেই পেইজ পাবলিশ হয়ে যাবে।এভাবে সকল পেইজগুলো তৈরি করে ফেলুন।

এখন দেখাবো কিভাবে আপনি ক্যাটাগরি তৈরি করবেন????

  • প্রথমেই post এরপর category তে ক্লিক করুন। নিচের ছবির মত।
  • মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি...
  • sshot
  • sshot
  • এরপর add category তে ক্লিক করলেই ক্যাটাগরি এড হয়ে যাবে।
এবার মেনুতে এড করার জন্য নিচের ছবিগুলো অনুসরণ করুন।
sshot
এবার save এ ক্লিক করলেই আমাদের এই ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে এড হয়ে যাবে।
sshot
অনেক লিখে ফেলেছি।আর হাত চলতেছে না। আরও অনেক কিছুই বলতে পারলাম না। আসলে বলার চেষ্টা করেছি।কিন্তু রাত ১২টা বেজে ১৪মিনিট।সকালে ক্লাস আছে।তাই আর লিখতে পারলাম না।
তাই যেটুকু বলতে পারলাম না সেটুকু নিচের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন। আশা করি টিঊটোরিয়াল দেখলে অবশ্যই সব বুঝতে পারবেন, ইনশাআল্লাহ।
  • টিউটোরিয়াল দেখতে নিচে ক্লিক করুন।


source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/466314

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০২] :: ওয়েবসাইট ডিজাইন বা থীমস ইন্সটলেশন

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০২] :: ওয়েবসাইট ডিজাইন বা থীমস ইন্সটলেশন


আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু দেয়ার জন্য। আর আমার দেয়া প্রায় সকল টিউন কাজ করে।তবে যে দুই একটা টিউন কাজ করে না সেগুলো দেখে কখনোই ভাববেন না যে সেগুলো ভুয়া।আসলে সেগুলো এক সময় কাজ করতো।এখন হয়ত করে না। আমি চেষ্টা করি নতুন কিছু শেয়ার করার জন্য।
বিঃদ্রঃ সবার কাছে অনুরোধ,অনেক গুরুত্বপূর্ণ একটি টিউন এবং অনেক কষ্ট করে লিখা।তাই অবশ্যই লাইক,টিউমেন্ট এবং শেয়ার করুন।পারলে নির্বাচিত মনোনয়োনেও ক্লিক করুন।
টিউন  একটু বড় হবে।এতে আবার ভয় পাবেন না কিন্তু।আরে এটা এতই সহজ যে ক্লাস ফাইভ পাস করা রিক্সাচালকও পারবে। ভয় পেলে ঔষধ একটাই ভিডীও টিউটোরিয়াল দেখুন আর প্রাকটিক্যালী শিখুন।
আবার কেউ রাগ কইরেন না।রিক্সাচালকের কথা একারণেই বলেছি যেন আপনাদের ভয়টা কেঁটে যায়।
আচ্ছা যাই হোক আজকে আমরা আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা কে ডিজাইন করবেন কোনো প্রকার কোডিং জানা ছাড়াই। যারা একটু জানেন তাদের জন্য প্লাস পয়েন্ট আছে।আর জানেন না তাদেরও কোনো সমস্যা নেই।
তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টিউটোরিয়াল না দেখলে দিতীয় টিউনের কিছুই বুঝতে পারবেন না।যারা এই বিষয়ে নতুন তারা টিউটোরিয়াল দেখে আসুন।
তো দ্বিতীয় পর্বের শুরুতেই আমাদের যেটা করতে হবে তা হচ্ছে আমরা প্রথম পর্বে যেই ওয়েবসাইট টা তৈরি করেছি সেই ওয়েবসাইটে লগইন করতে হবে।
লগিন করার জন্য নিচের ছবির মত লগইন এ ক্লিক করুন অথবা সরাসরি ভিজিট করুন
  • yourdomain বা subdomain/wp-admin
  • যেমনঃ sorolworld.is-best.net/wp-admin
    বা sorolworld.is-best.net/wp-login
wordpress-2
  • এরপর username and password দিয়ে লগইন করুন।
wordpress-2
আমাদের ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তনের জন্য আমাদেরকে এর থীমস পরিবর্তন করতে হবে। কোথায় এবং কিভাবে এই থীমস পাবেন তা ভিডিও টিউটোরিয়ালে বলা আছে। চাইলে নিচে থেকে সরাসরি ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
  • থীমস পরিবর্তনের জন্য আপনি appearance এ যান।এরপর themes এ ক্লিক করুন।এবং নিচের ছবির মত কাজ করুন।
wordpress-2
wordpress-2
  • তারপর নিচের ছবির মত পেইজ পাবেন।
wordpress-2
যদি গুগলে সার্চ করে থীমস খুঁজে ডাউনলোড করে থাকেন তাহলে আপলোড থীমস এ ক্লিক করে আপলোড করুন। এরপর এক্টিভেট করে নিন। অথবা সার্চ বক্স এ ব্লগ থীমস বা বিজনেস থীমস লিখে সার্চ দিন অসংখ্য থীমস পেয়ে যাবেন।আপনার পছন্দ মত আপলোড দিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য
  • redwaves নামে একটা থীমস ইনস্টল দিয়েছি।
wordpress-2
wordpress-2
  • দেখুন,থীমস আপলোড করার পর আমাদের ওয়েবসাইট কেমন হয়েছে...
wordpress-2
এবার নিজের মত ডিজাইন করতে customize এ ক্লিক করুন।
wordpress-2
এরপর আপনি কিভাবে কাস্টমাইজ করবেন তা আমাদের ভিডীও টিউটোরিয়াল থেকে দেখে নিন।কারণ এখানে লিখলে এখন শুধু টিউন বড়ই কিন্তু অনেকেই বুঝতে পারবে না।কারণ সবার মাথা এক না। আর যারা এই টিউন টি পড়তেছেন আমি মনে করি সবাই নতুন।
তাই যদি আমাদের টিউটোরিয়াল দেখেন আশা করি, ইনশাআল্লাহ আপনি সফলভাবে ওয়েবসাইট তৈরি এবং ডিজাইন করতে পারবেন কোডিং জানা ছাড়াই।
  • টিউটোরিয়াল দেখতে নিচে ক্লিক করুন।

কম্পিউটার টেকনোলজির ছাত্রদের বলছি, আপনারা এই টিউন অনুসরণ করা থেকে বিরত থাকুন।আপনাদের উচিত হবে আগে কোডিং শিখুন।এটা সর্ব সাধারণের জন্য। আর যদি বেশি ইচ্ছা থাকে তাহলে অনুসরণ করুন।

source: http://www.techtunes.com.bd/wordpress/tune-id/465296