August 6, 2016

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল (পর্ব – ০১): নিশ নির্বাচন



অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল (পর্ব – ০১): নিশ নির্বাচন


Niche Selection
Niche Selection
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহাবুব রাজ। অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে সবচেয়ে সেরা আউটসোর্সিং মাধ্যম। সো আপনি যদি আপনার অনলাইন ক্যারিয়ার নিয়ে হতাশ থাকেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন এ বিষয়ে সম্যক ধারনা পেতে চান, তাহলে পড়ে ফেলতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তঃ পরিপূর্ণ গাইডলাইন ও টিম ওয়ার্ক
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে আপনাকে কিছু বিষয় আগে থেকে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, মৌলিক কাজে দক্ষ হওয়া, শুরুতেই মূল প্রজেক্ট না করা, ইনভেস্টমেন্ট খাত সমূহ মাথায় রাখা, শর্টকাট রাস্তা থেকে দূরে থাকা, হাল না ছেড়ে লেগে থাকা। এই বিষয়েও আমার একটা লেখা আছে।
আজ থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর নিয়মিত টিউটোরিয়াল লিখব। যেগুলো ফলো করে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে সবার প্রশ্ন থাকে। তা হচ্চে কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা উচিত। অনেকে উপযুক্ত প্রোডাক্ট নির্বাচন করতে পারে না যার কারনে শুরুতেই ভুল পদক্ষেপ নিয়ে থাকে। আপনি যদি সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে ভুল করেন তাহলে ধরে নিন আপনি শুরুতেই ভুল পথে পা বাড়িয়েছেন। তাই আপনাকে সচেতনতার সহিত প্রোডাক্ট নির্বাচন করতে হবে।
অ্যামাজনের মূল ওয়েবসাইটের লিংক হচ্ছেঃ https://www.amazon.com
হোমপেইজ দেখে মনে করবেন না যে অ্যামাজনের প্রোডাক্ট এত কম কেন! আপনি অ্যামাজনের সকল প্রোডাক্টের লিস্ট দেখতে চাইলে হেডার অংশের ডিপার্টমেন্টে ক্লিক করতে পারেন।
01
অথবা সরাসরি https://www.amazon.com/gp/site-directory লিংকে অগ্রসর হতে পারেন। এর পর নিচের ছবির মত পূর্নাংগ লিস্ট দেখতে পাবেন।
Amazon Site Directory
Amazon Site Directory
এবার সাইট ডাইরেক্টরী থেকে দেখে নিন অ্যামাজনের কত হাজার ধরনের প্রোডাক্ট রয়েছে। তবে আমরা যে কোন প্রডাক্ট নিয়ে কাজ করব না। আমরা কাজ করব বাছাই করা কিছু প্রোডাক্ট নিয়ে।
যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাঃ
a. যে সকল প্রোডাক্টের দাম 50 ডলারের কম এবং 500 ডলারের বেশী
b. সিজনাল প্রোডাক্ট (যে সব জিনিস শুধু নির্দিষ্ট ঋতুতে বিক্রি হয়)
c. সব ধরনের ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট
যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেনঃ
a. যে সব নিশের ইউজার র‍্যাটিং গড়ে ১০ এর উপর
b. যে সব প্রোডাক্ট দীর্ঘদিন চলে এসেছে এবং ভবিষ্যতে চলবে
c.  কাস্টমাররা যে সকল প্রোডাক্ট ইনস্টেন্ট কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারবে।

ব্যাখ্যাঃ 50 ডলারের নিচের প্রোডাক্ট নিয়ে কাজ করলে যে কমিশন পাবেন তা খুবই কম। তাই আপনাকে ভাল আয় করতে হলে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে। আবার 500 ডলারের প্রোডাক্ট কেউ দেখামাত্রই কিনবে না। কারণ, এইসব প্রোডাক্ট কিনার আগে ক্রেতারা অনেক কিছু চিন্তা-ভাবনা করে, বুঝে-শুনে কিনবে। আমরা যেমন কোন দামী পণ্য কেনার আগে একটু সময় নিয়ে ভাল করে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেই তেমনি অনলাইনেও কোন গ্রাহকরা দামী জিনিস কেনার আগে ভাল করে বুঝে শুনে কেনার সিদ্ধান্ত নেন।
ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট সময়ে সময়ে পরিবর্তনশীল। আপনি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কোন নিশ সাইট তৈরী করেন তাহলে প্রোডাক্ট মার্কেট আউট হয়ে গেলে আপনার সাইটে ভিজিটর পাবেন না। এছাড়া ইলেক্ট্রনিক্স প্রোডাক্টের কমিশন সব সময় 4% দিয়ে থাকে। কিন্তু অন্যসব প্রোডাক্টের ক্ষেত্রে 4% থেকে 8.5% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। তাই ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ না করাই বুদ্ধিমানের কাজ হবে।
এখানে আমি সকল প্রোডাক্টগুলোর একটা লিস্ট দিচ্ছি। এই লিস্টের বোল্ড অক্ষরের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন।
নিচে লক্ষ্য করুনঃ
  1. Amazon Video
  2. Digital & Prime Music
  3. Apps Store for Android
  4. Amazon Photos & Drive
  5. Kindle E-readers & Books
  6. Fire Table
  7. Fire TV
  8. Echo & Alexa
  9. Books & Audible
  10. Movie, Music & Games
  11. Electronics & Computer
  12. Beauty, Health & Grocery
  13. Toys. Kids & Baby
  14. Clothing, Shows & Jewelry
  15. Sports & Outdoors
  16. Automotive & Industrial
  17. Handmade
  18. Home Service
  19. Credits & Payment Products
source: http://www.techtunes.com.bd/outsourcing/tune-id/446843


No comments:

Post a Comment