August 6, 2016

নতুন পেইজা অ্যাকাউন্ট খুলুন এবং ভেরিফাই করুন সহজভাবে



নতুন পেইজা অ্যাকাউন্ট খুলুন এবং ভেরিফাই করুন সহজভাবে


কিভাবে Payza একাউন্ট করবেন :
  •  ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে Next Step এ ক্লিক করুন আপনার National ID কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে
  • সেকন্ড স্টেপ এ আপনি আপনার Email address, Password, Transaction Pin (যা ডলার সেন্ড করতে দরকার হবে)এবং Security Question সিলেক্ট করে আনসার লিখে Final Step এ ক্লিক করতে হবে.
  • তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স এ গিয়ে আপনারPayza Account Validation করতে হবে.
  • আপনার কাজ শেষ
এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :
Verification এ গিয়ে  Photo ID Validation অপশন সিলেক্ট করুন। নিচের মত পেজ পাবেন।
  • Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করুন এবং আপনার একটি ছবি সিলেক্ট করুন, সেলফি হলেও সমস্যা নেই। তারপর  Next চাপুন
  • বিঃ দ্রঃ এখানে আপনার NID কার্ডের দুই পিঠ ই দিতে হবে। নিচে ছবিতে দেখুন
  • আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন।
  • সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন।
  • ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন। আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে।
  • তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :
  1. আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে।
  2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে।
  3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে।
source: http://www.techtunes.com.bd/outsourcing/tune-id/452744


No comments:

Post a Comment