সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন অ্যাডভানস SEO এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং
ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি তেমনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নাই তা হলেও লাভ হবে না। আপনার দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভানস SEO কোর্সটি কোর্স ফি ৮০০০ টাকা এবং আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্সের ফি ৫০০০ টাকা।
BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন।
এবারের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে কোর্স ফি হবে ৭০০০ টাকা এবং রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। তার মানে যে কেউ BLACK iz IT Institute থেকে এই দুটি কোর্স করতে পারবেন মাত্র ৮০০০ হাজার টাকায়। এবং এর বাইরে কোন এক্সট্রা চার্জ নেই। প্যাকেজ কোর্সটিতে জয়েন করতে এখনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা শকল তথ্যে জন্য আমাদের ধানমন্ডী অফিসে আশতে পারেন।
ক্লাসগুলোতে অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ
- উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা আছে।
- প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে।
- প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে।
- আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে।
- উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
- ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে।
- কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে।
- স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
- শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
- হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
- প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
- ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
ভর্তির জন্য প্রত্যেক কে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা (১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে @ http://goo.gl/VuKSXW ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকবেঃ
- এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
- কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
- অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
- মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
- কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
- সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।
- ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
- অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
- সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
- ফোরাম ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং।
- আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
- লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
- বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
- পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
- ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
- ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
- এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
- সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
- গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি।
- ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
- অ্যালেক্সা টুলবার, লিংক, র্যাংক সহ ইত্যাদি বিষয়।
- Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
- এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
অ্যাডভান্স এসইও কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
আমাদের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্সটিতে যা যা থাকছেঃ
- অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
- ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে।
- ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
- কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
- ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে।
- আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
- মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
- কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
- প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
- গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
- ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ।
- প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
- কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
- ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
- এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
- অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
- UpWork (odesk) ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি।
- elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস।
- মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।
- কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশন করতেপারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন।
• BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।
অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html
BLACK iz IT Instiute এর আরও কিছু আকর্ষনিয় প্রোগ্রামঃ
অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনিও আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই। আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয়। (বিস্তারিত)
| ওয়েব ডিজাইনিং শিখুন উন্নত ক্যারিয়ার গড়ুন! বিশাল মুল্য ছাড়ে অংশগ্রহণ করুন BLACK iz IT Institute এ। BLACK iz IT Institute এশিয়া কাপ ২০১৬ উপলক্ষে প্রতিটি ব্যাচের প্রথম ১৫ জন কে দিচ্ছে ৫০% এর অধিক ছাড়। এই সুযোগ গ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেসন পেজে গিয়ে নির্দিস্ট ইন্সট্রাকশন ফলো করুন এবং পরিপুর্ন ভাবে ফর্ম ফিলাপের পর সাবমিট করুন। (বিস্তারিত) | BLACK iz IT এ ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ! ৫০ জন নারীকে সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ দিচ্ছে BLACK iz IT। বছরে দুটি ধাপে ১০০ জনকে সু্যোগটি দেওয়া হয় প্রথম ধাপে ৫০ জন পুরুষ এবং দ্বিতীয় ধাপে ৫০ জন নারীকে এ সু্যোগটি দেওয়া হয়। উল্লেক্ষ্য ছয় মাস পুর্বে BLACK iz IT প্রথম ধাপে ৫০ জন পুরুষকে নিয়ে প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামটি চালু করে। এবার একই ভাবে দ্বিতীয় ধাপে ৫০ জন নারীকে ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সু্যোগটি দেওয়া হবে। (বিস্তারিত) |
আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
- ইমেইল : mmenafa@gmail.com, info@black-iz.com
- ফেসবুক গ্রুপ : http://www.facebook.com/groups/blackiz.itinstitute/
- ফেসবুক ফ্যানপেজ : http://www.facebook.com/blackizitinst/
- ফেসবুক ইভেন্ট : http://www.facebook.com/events/279421995547464
- ওয়েব-সাইট : http://www.inst.black-iz.com
- কিছু ছাত্রদের মতামতঃ http://opinion.black-iz.com/
- আমাদের তৈরি ওয়েব সাইটের তালিকাঃ http://web.black-iz.com/
- ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCq0vvig4oCR5d7wwgkWEdVQ/videos
- গুগোল পেজঃ https://plus.google.com/117776610484405499942
ReplyDeleteHello,
we provide affordable and result-oriented SEO services, please give a chance to serve you.
Thanks
Admin: E07.net
Worked as a Senior SEO & Digital & Social Media & Graphics Design & cpa & Drop shipping & Video Editing And Youtube & Web Design And Development & Affiliate Marketing trainer at BITM (BASIS Institute of Technology & Management) since 2014-2018. Successfully completed 50+ SEO batches, 20+
ReplyDeleteAffiliate Marketing batches and 30+ workshop on Freelancing under SEIP (Skills for Employment Investment Program).
CPA Marketing Training