ওয়েবসাইটের জন্যে কিভাবে বিনামূল্যে সার্চ ইঞ্জিণ রিপোর্ট তৈরি করবেন?
আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউনে বিনামূল্যে সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন রিপোর্ট তৈরি করব।
আমরা যখন একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন করতে শুরু করি তখন আমাদের জেনে নিতে হয় আমাদের ওয়েবসাইটের জন্য কী কী কীওয়ার্ড রয়েছে যা গুগল সার্চ ইঞ্জিনে ভালো রেটিং এবং তুলনামূলকভাবে কম কম্পিটিশন রয়েছে। তারপর দেখতে হয় সার্চ ইঞ্জিণে আমাদের কম্পিটেটর ওয়েবসাইট কি কি রয়েছে। গুগলের প্রথম পাতায় আসতে হলে আমাদের খুজ নিতে হবে আমাদের প্রতিযোগী সাইটের সার্চ ইঞ্জিণ অবস্থান।
ফিবার ডট কমে ৫ ডলারের ফ্রিলেন্সার পাওয়া যায় যারা এই কাজ করে থাকেন। কিন্তু আজ আমি এই টিউটের মাধ্যমে এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি বিনামূল্যে এই সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন রিপোর্ট তৈরি করিয়ে নিতে পারেন এবং পিডিএফ আকারে তা ডাউনলোডও দিতে পারেন।
এজন্য এই সাইট থেকে আপনার ওয়েবসাইট সাবমিট করতে হবে। তারপর একটি একাউন্ট তৈরি করতে হবে রিপোর্ট ডাউনলোডের জন্যে। একাউন্টে লগিন করলে ম্যাসেজ বক্সে ডাউনলোড ফাইল পেয়ে যাবেন। সেই সাথে পাবেন সার্চ ইঞ্জিনে ভালো রেটিং পাওয়ার জন্যে করনীয় সাজেশন।
রিপোর্ট পেতে ৩-২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এর মাধ্যমে আপনি যেমন আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিণ অবস্থান জানতে পারবেন তেমনী জানতে পারবেন আপনার প্রতিযোগী সাইটের অবস্থান। ফলে ২টি সাইটের মধ্যে তুলনা করে আপনি যদি আপনার সাইটকে আপডেট করতে পারেন তবে আপনি আপনার প্রতিযোগী সাইটকে পেছনে ফেলে গুগলের প্রথম পেইজে আসতে পারেন।
Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/419043
No comments:
Post a Comment