গেস্ট ব্লগিং করতে চান? কেন গেস্ট ব্লগিং করবেন?জেনে নিন কিভাবে করবেন?
গেস্ট ব্লগিং হচ্ছে ইদানিং সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি এসইও পদ্ধতি।এটা নিয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি।
গেস্ট ব্লগিং কি :-
গেস্ট ব্লগিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন লেখক একটি আর্টিকেল লিখে ব্লগার কে দেয়, ব্লগার সেটি দেখেন এবং যদি মনে করেন যে আর্টিকেলটা তার সাইট এর উপযুক্ত তাহলে তিনি তা পাবলিশ করবেন।বিনিময়ে লেখক তার লিংক বিল্ড করার সুযোগ পাবেন। এভাবে তিনি একটি সাইট হতে নিজের সাইট এর জন্য লিংক বিল্ড করতে পারবেন। আর ব্লগার তার সাইট এর জন্য সহজে ভালো এবং ইউনিক কন্টেন্ট পেয়ে যাবেন। সংক্ষেপে এটাই গেস্ট ব্লগিং।সংক্ষেপে গেস্ট ব্লগিং এর সুবিধা গুলো:-
- সাইট এর জন্য ট্রাফিক বৃদ্ধি করা।
- নির্দিষ্ট রিডার বা কাস্টমার টার্গেট করা।
- নিজের সাইট এর জন্য শক্তিশালী লিংক বিল্ড করা।
- নিজের ব্র্যান্ড তৈরী করা।
- বিভিন্ন ব্লগারদের সাথে যোগাযোগ তৈরী করা।
- অন্য ব্লগারদের থেকে টিপস জানা।
- নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা।
- নিজের রাইটিং দক্ষতা বাড়িয়ে তোলা ইত্যাদি।
কিভাবে গেস্ট ব্লগিং করবেন :-
গেস্ট ব্লগিং করবেন ঠিক করেছেন ভাল কথা।এখন প্রশ্ন হল কিভাবে করবেন?তাহলে চলুন জেনে নেয়া যাক।প্রথমে প্রয়োজনীয় গেস্ট ব্লগিং সাইট গুলো খুজে বের করতে হবে।সংরক্ষণ করে রাখতে এক্সেল ফাইল এ সেভ করে রাখুন।গেস্ট ব্লগিং সাইট গুলো খুজে বের করতে গুগলে সার্চ করেন।রিলেটেড সাইট খুজে বের করার কয়েকটি টিপস নিচে দিলাম।
[insert your relevant keyword here] + “Write for us”
[insert your relevant keyword here] + “guest post”
[insert your relevant keyword here] + “guest blog”
[insert your relevant keyword here] + “guest blogging”
[insert your relevant keyword here] + “guest posting”
[insert your relevant keyword here] + “Submit a guest post”
[insert your relevant keyword here] + “submit post”
[insert your relevant keyword here] + “Submit blog post”
[insert your relevant keyword here] + “Add blog post”
[insert your relevant keyword here] + “Submit an article”
[insert your relevant keyword here] + “Suggest a guest post”
[insert your relevant keyword here] + “Submit your content”
আপনি দেখছেন সবগুলা কোটেসন মার্ক দিয়ে লিখা হয়েছে যার ফলে গুগল আমাদের কে সঠিক রেজাল্ট টা দিবে. নিচের ছবিটা খেয়াল করুন:-
source: http://www.techtunes.com.bd/seo/tune-id/404185
No comments:
Post a Comment