April 14, 2016

কিভাবে Bing Search Engine এর মধ্যে Website/Blogger/WordPress Blog সাবমিট করতে হয়।

কিভাবে Bing Search Engine এর মধ্যে Website/Blogger/WordPress Blog সাবমিট করতে হয়।


আসসালামু আলাইকুম

প্রথমে এই http://www.bing.com/toolbox/webmaster লিঙ্কে ক্লিক করুন। তারপর Sign In/ Sign up with Microsoft Account অপশন আসবে যদি আপনার Microsoft য়ে Account থাকে তাহলে Sign In করে ভিতরে প্রবেশ করুন, আর যদি Account না থাকে তাহলে Account করে নিতে হবে।

তারপর উপরে একটি ডেমো দেওয়া আছে সেভাবে পুরুন করুন, যেমন URL এর ঘরে আপনার সাইটের URL দিন, Add a sitemap এর ঘরে URL/atom.xml দিয়ে ADD বাটনে ক্লিক করুন।

উপরের লাল মার্ক করা কোডটুকু Copy করে <head> tag এর মধ্যে Paste করুন।

তারপর VERIFY বাটনে ক্লিক করুন। সাইটি Bing Webmaster tools য়ে ADD হলো, Pending দেখাবে কিছু সময় লাগবে আপডেট হতে।
যদি ভাল লাগে তাহলে অবশ্যই টিউনটি শেয়ার
করবেন। আশা করি আজকের এই  টিউনটি আপনাদের খুব ভাললাগবে।
অনেকেই হয়ত এমন টিউনটি ই খুজতেছিলেন। তাই আজ পেয়ে গেলেন।
আমার টিউনটি আপনাদের কেমন লাগলো  comment য়ে জানাবেন, যদি android বিষয়ে  নতুন নতুন  কিছু জানতে ইচ্ছে হয়, তাহলে আমার এই সাইটাতে একবার ঘুরে আসতে পারেন।

Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/430739

1 comment:


  1. Hello,

    we provide affordable and result-oriented SEO services, please give a chance to serve you.


    Thanks
    Admin: E07.net

    ReplyDelete