April 22, 2016

ভিজিটর আনা নাকি অনেক বেশী কঠিন ? চলুন কিছু Social Media তে ভিজিটর এর ঝর তুলি। Facebook + Tumblr + Instagram + Youtube। লুফে নিন Targatted ভালো মানের হাজারও কার্যকরী ভিজিটর।



ভিজিটর আনা নাকি অনেক বেশী কঠিন ? চলুন কিছু Social Media তে ভিজিটর এর ঝর তুলি। Facebook + Tumblr + Instagram + Youtube। লুফে নিন Targatted ভালো মানের হাজারও কার্যকরী ভিজিটর।

কথা টা বললাম এই কারনে যে, আমরা হয়ত অনেকেই প্রোডাক্ট মার্কেটিং বা ব্লজ্ঞিং এর সাথে জড়িত। আমি দেখছি অনেক বেশী পরিমান Adult কিছু শেয়ার করে ভুলভাল কিছু ভিজিটর দের দেখিয়ে ভিজিটর গুলকে সাইট এ আনা হচ্ছে। এতে করে হয়ত তারা ভিজিটর পাচ্ছে কিন্তু আজিবন সেই ব্লগ টা সম্পর্কে একটা নেতিবাচক মনভাব ভিতরে থেকে যাচ্ছে। আপনি যদি spammer হন তাহলে আজীবন আপনাকে কষ্টই করতে হবে। আর যদি ভালো কিছু দিতে চান তাহলে ভালো মনমানসিকতা নিয়ে ব্লজ্ঞিং বা প্রোডাক্ট মার্কেটিং করেন তাহলে কষ্ট করতে হবে একবার, আর তার ফল আজীবন পেতে থাকবেন।
মার্কেটিং এর Main concept টা হল, আপনার প্রোডাক্ট বা ব্লগ বা আপনার লেখা সম্পর্কে পাঠককে বা ভিজিটরকে ভালো লাগানো। কারন যে একজনকে আপনি ভালো লাগালেন ঐ একজন মানুষ আপনার হয়ে আপনার সাইটটার জন্য অন্য কথাও আরও দশটা মানুষের কাছে মার্কেটিং করবে। এই বিষয়টা খেয়াল রাখলে আপনারা যে যায় করুন সফল হবেনই। আর পাঠককে বা ভিজিটর কে এটায় বুঝাবেন যে তারা আপনার ব্লগ বা সাইট থেকে কিছু নিতে আসছে, আপনি তার থেকে তেমন বেশী লাভ করছেন না। এই কাজ টা করতে পারলেই যথেষ্ট।
আসলে ভিজিটর Drive করানো কোন কষ্টের কাজ না। কষ্ট হল ভিজিটরকে ভালো লাগানো আপনার টিউনটা কে বা ব্লগ টা কে বা প্রোডাক্ট টা কে ভালো লাগানো।

আজ একটু বড় টিউন ই হয়ে যাবে, তাই যত অল্প কোথায় বেশী বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। আর না বুঝলে গবেষণা চালান।
আপনি যদি অন্য সেক্টর থেকে ভিজিটর ড্রাইভ করাতে বেশী পারেন তাহলে টিউনটা দেখে আবার এই দিকে এসে আপনার strong sight কে দুর্বল করার দরকার নাই। কারন আপনি সব দিক থেকেই যদি ভিজিটর ড্রাইভ করানোর প্লান থাকে তাহলে কিছুই করতে পারবেন না। যে কোন এক দিক নিয়ে থাকতে হবে। আজ শুধু এর কিছু গুরুত্বপূর্ণ সাইট গুলো নিয়ে আলোচনা করলাম। মনোযোগ দিয়ে পড়ুন আর Practice করুন তারপর নিজে এই বিষয় গুলোর মাঝে থেকে নিজে কিছু আবিষ্কার করুন। তাবলীগ এ একটা সুন্দর কথা বলে সেটা হল “জানা জ্ঞানের উপরে আমল করিলে অনেক অজানা জ্ঞান হাছিল হয়” কথাটার গভীরতাটা বুঝে নিবেন।
আমি এখানে শুধু Secret ব্যপার গুলো শেয়ার করছি। আপনারা ভালোভাবে জেনে নিবেন। তারপর ট্রিক গুলো অ্যাপ্লাই করে ভিডিও রাঙ্ক করাবেন।

১. Youtube Marketing
ইউটিউব সম্পর্কে কিছু বলার নাই। সবায় এব্যাপারে জানেন। মিনিমাম ২৪ টা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। আপনার যে কোন ভিডিও বা আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর ভিডিও কাটছাঁট করে তৈরি করবেন। তারপর আপনার যে keyword সেটা হেডলাইন এর মাঝে থাকবে কিন্তু সমানে বা প্রথমে কিছু ইউনিক জিনিস অ্যাড করবেন। যেমন “Make money online” এটা যদি আপনার কিওয়ার্ড হয় তাহলে এভাবে ইউনিক করতে পারেন “Three Proven ways to make money online” এভাবে আপনি করতে পারেন।
তারপর নিচে Description এর মাঝে keyword গুলো নিয়ে সুন্দর করে article লিখবেন ৬-৭ লাইন তারপর আপনি ঐ ভিডিও রিলাটেড আর্টিকেল আপনার ব্লগ এর যেখানে আছে সেই লিঙ্ক টা লাগাবনে। ভিডিও টা প্রথমে প্রাইভেট রাখবেন। তারপর ২দিন পর পাবলিক করবেন। তারপর আপনি ৩ দিনের মধ্যে ভিউ বারাবেন ৩০৭ টা।ভিউ বারাতে কিভাবে হয় সেটা গুগল থেকে খুজে জেনে নিন। আর তারপর ২৩ টা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ভিডিও টা তে পজিটিভ টিউমেন্ট করেন। একেকটা একেক রকম।
এগুলো করলে ইনশাআল্লাহ্‌ আপনার ভিডিও টা রাঙ্ক করবে। আর এভাবে আপনি প্রত্যেক কিওয়ার্ড বা প্রোডাক্ট এর জন্য গবেষণা করে ভিডিও তৈরি করে optimize করবেন। ৩০৭ টা ভিউ পেলে আপনার ভিডিও টা হালাল হয়ে গেল। আপনার আর ঐ ভিডিও টা নিয়ে চিন্তা করতে হবে না। প্রাথমিক দিকে হয়ত কম ভিজিটর পাবেন কিন্তু একটা সময় গিয়ে আজীবন ঐ ভিডিও থেকে ফল পেতে থাকবেন।

২. Facebook
এই ফেছবুক সম্পর্কে বেশী কিছু বলার নেই। সবায় জানেন। বিলিয়ন ইউজার আছে তাদের। এখন কাজ হল কিভাবে আপনি এটা কে ব্যবহার করে ভালো পরিমান ভিজিটর।
একবারে সহজ কাজ। ১০ টা ফ্যক অ্যাকাউন্ট খুলুন তারপর বড় বড় ফ্যন পেজ বড় বড় গ্রুপ এ ঐ ফ্যক আইডি গুলো দিয়ে টিউমেন্ট করবেন। দেখবেন এমনি এমনি অনেক রিকুয়েস্ট আসতেছে। দিনে ৩০০ এর বেশী রিকুয়েস্ট accept করবেন না। আর এক এক আইডি তে ঢুকার সময় এক এক ব্রাউজার ব্যবহার করুন আর হ্যাঁ অবশ্যই প্রত্যেক ব্রাউজার এর প্রাইভ্যট উইন্ডো দিয়ে। কিছু ব্রাউজার এর নাম দিলাম এগুলো ব্যবহার করতে পারেন যেমনঃTourch, Opera, Safari, 300, wyzo, Thunderbird etc লাল এগুলোর প্রাইভ্যট উইন্ডো দিয়ে ঢুকবেন। আর অবশ্যই হিস্টরি সব সময় ক্লিন রাখবেন।

এখন কাজের কোথায় আসি কিভাবে ব্যবহার করবেন। ধরে নিলাম আপনার প্রত্যেক আইডি তে ৪০০০+ ফ্রেন্ড আছে। এখন আইডি তে ঢুকুন তারপর সুন্দর আকর্ষণীয় টিউন করুন তারপর সেই টিউন টা তে ১০০ জন কে ট্যাগ করুন। একটা ইভেন্ট করুন ঐ টিউন টা নিয়ে তারপর ঐ ইভেন্ট এ সবায় ক ইনভাইট করুন এতে করে আপনার ঐ টিউন সম্পর্কে সবার কাছে একটা নোটিফিকেশান যাবে। তারপর আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড দের ক নিয়ে ম্যাসেজ এ একটা গ্রুপ বক্স তৈরি করুন প্রতি গ্রুপ বক্স এ ৫০ জন করে অ্যাড করবেন এভাবে ম্যাসেজ গ্রুপ বক্স অ্যাক্টিভ মেম্বেরদের নিয়ে ৭ টি বানাবেন তারপর রেগুলার আপনার যে আকর্ষণীয় টিউন গুলো থাকবে সেই টিউন টা কে এই সাত টা ম্যাসেজ গ্রুপ বক্স এ দিবেন। তাহলে ম্যাসেজ গ্রুপ বক্স থেকে সবার কাছে ম্যাসেজ টা যাবে। তারপর আপনি ঐ টিউন টা ঐ আইডি এর সব গ্রুপ এ গিয়ে টিউন করে আসবেন। ১০০ গ্রুপে টিউন করলে বেশী ভালো ফল পাবেন। পারলে আরও বেশী করবেন। এভাবে একটা আইডি তে কাজ করলে আপনি কমপক্ষে একটা আইডি থেকে ৬০০/৭০০ ভিজিটর পাবেন।

আপনি যদি কষ্ট করে আইডি গুলো তৈরি করতে পারেন তাহলে ভালো। আর যদি আপনি আইডি কিনতে চান তাহলে আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমি নিজের সাইট এর ভিজিটর এর জন্য একদল ভালো হ্যকার গ্রুপ থেকে আইডি কিনে কাজ চালাই। চাইলে আপনি ফেছবুক আইডি এর জন্য আমার সাথে কন্টাক্ট করতে পারেন। ফোন 01965805063 আমার স্কাইপঃ prince.tuutuul


৩ Tumblr:
দারুন একটা ব্লগিং প্লাটফর্ম। এখানে আপনি যত খুশি তত অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার ব্লগ এর ভালো কোন টপিক নিয়ে মানে যে নিচ নিয়ে কাজ করতে চান সেই নিচ নিয়ে আপনি এক একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রথমে অ্যাকাউন্ট খুলে সুন্দর করে আপনার আইডি টা সাজাবেন তারপর দিন থেকে আপনি আপনার Targatted client দের Follow করবেন দেখা যাবে তারাও আপনাকে follow করবে। এখানে কাও কে Follow করলে Follow bcak পাওয়া যায় আর এর Ratio অনেক ভালো। নিচে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করা হল। অনেক সুন্দর একটা ভিডিও অবশ্যই দেখবেন।Tumblr দিয়ে কিভাবে ভালো মানের ভিজিটর আনতে পারবেন সে ব্যপারে ... Video Link   >  ভিডিও
আশা করছি ভিডিও টা দেখলে অনেক সুন্দর একটা ধারনা পাবেন।

৪ Instagram:
এটা একটি মোবাইল প্লাটফর্ম। বেশির ভাগ ফটো শেয়ার এর জন্য এই মিডিয়া টা ব্যবহার হয়। তবুও এর মিলিয়ন ইউজার। আপনাকে এটা কম্পিউটার এ ব্যবহার করতে Blue stack নামক সফটওয়্যার এর মাদ্ধমে করতে হবে। যাই হোক অ্যাকাউন্ট খলা তেমন কঠিন কাজ না। আপনি শুধু একটা হট কোন ছবি দিয়ে একটা সুন্দর করে অ্যাকাউন্ট টা তৈরি করবেন। তারপর কিছু ফটো দিয়ে প্রোফাইল টা কমপ্লিট করবেন। তারপর আপনার niche related পেজ search দিয়ে তাদের follow করবেন। বিনিময়ে তারাও আপনাকে follow করবে।

source: http://www.techtunes.com.bd/seo/tune-id/398914

এস ই ও তে সোশাল বুকমারকিং করার সঠিক নিয়ম।

এস ই ও তে সোশাল বুকমারকিং করার সঠিক নিয়ম।


আস-সালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল। এস ই ও দুই ভাগে বিভক্ত, আমরা সবাই জানি অন পেজ এবং অফ পেজ। যাই হক আমি ওই দিকে যাবনাাগ,  আমি বলবো অফ পেজ এর কথা। অফ পেজ এর খেত্রে ছোছাল বুকমারকিং একটি অন্যতম পদ্ধতি। যা ট্রাফিক আনতে অনেক কার্যকর একটি পদ্ধতি। তো চলুন শুরু করা যাক...।
স্টেপ ১ঃ প্রথমে গুগল এ সার্চ দিয়ে অথবা অন্য কোন ভাবে ছোছাল বুকমারকিং সাইট গুল সংগ্র করুন (হাই পেজ রাঙ্ক হলে ভাল হয়) তারপর দেকবেন সাবমিট এ নিউ স্টোরি (submit a new story)  লিখা আসে কি না, (পেজ এর উপরের দিকে) যদি থাকে তাহলে রেজিস্টার করুন। আমি এক্সাম্পল হিসাবে একটি লিঙ্ক দিলাম  http://www.ihaan.org/
স্টেপ ২ঃ তারপর ব্যবহারকারীর নামইমেইলপাসওয়ার্ড এবং একটি ক্যাপচা এন্ট্রি করে পুরুন করে কন্তিনিউ করুন।
স্টেপ ৩ঃ রেজিস্ট্রেশন করার পর একটি কনফার্মেশন লিঙ্ক আপনার মেইল এ যেতে পারে অথবা সরাসরি ছবি আপনার প্রোফাইল এ খুলে জেতে পারে নিচের মত

স্টেপ ৪ঃ এরপর সাবমিট এ নিউ স্টোরি (submit a new story) তে ক্লিক করুন এবং নিচের মত করে খালি ঘর পুরুন করুন। তারপর কন্তিনিউ করুন।

স্টেপ ৫ঃ এরপর আপনার সাইট টাইটেল, কীওয়ার্ড, (tag), description দিয়ে খালি ঘর পুরুন করুন এবং  "save and continue" করুন।


স্টেপ ৬ঃ এরপর তা এইরকম দেখাবে। তারপর আপানার ইউজার নাম এ কিলিক করুন।

স্টেপ ৭ঃ ইউজার নাম এ কিলিক করার পর তা এইরকম আসবে...এবং আখানে লক্ষ করুন ভোট ১ হয়ছে কি না যদি না হয় তাহলে আবার উপরের কাজ গুলি করুন। ভোট ১ না হলে "submitted" করবেন না।

স্টেপ ৭ঃ সবকিছু ঠিক থাকলে "submitted" এ কিলিক করুন ব্যাস আপনার কাজ শেষ...।। এরপর যে পেজ আসবে সেতাই হবে কনফারম পেজ। সেই url টা কপি করে এক্সসেল সীট এ সেভ করুন...।।

এটাই কনফ্রাম পেজ।

source; http://www.techtunes.com.bd/seo/tune-id/402032

এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন কি, কেন এবং কিভাবে করবেন…??


এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন কি, কেন এবং কিভাবে করবেন…??

এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন কি ?
SEO শব্দের অর্থ হল Search Engine Optimize . আমি সহজ ভাষায় আমার নিজের মত করে বলি, এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। অর্থাৎ, সার্চ ইঞ্জিনে একটি সাইটকে অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের সামনে সেই সাইটকে পরিচিত করার পদ্ধতিকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO / Search  Engine Optimization)বলে।
(SEO) বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি ??
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) প্রধানত ২ প্রকার। যথা :অনপেজ অপটিমাইজেশন,অফপেজ অপটিমাইজেশন
১.অন পেজ : যা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া।
অনপেজ অপটিমা-ইজেশন হল কোন একটি ওয়েব সাইট এর ভিতরে অর্থাৎ আভ্যন্তরীণ যে অপটিমা-ইজেশন করা হয়, সেইটা হল অনপেজ অপটিমা-ইজেশন। যখন কোন ওয়েব সাইট এর ডিজাইন করা হয় তখন ওয়েব সাইটের ভিতরে কিছু সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর কাজ করতে হয়,এই কারনেই করতে হয় যেন সার্চ ইঞ্জিন সাইটটাকে সহজে খুজে পায়। এক কথায় বলতে গেলে এসইও-র জন্য ওয়েব সাইটের ভিতরে যা কিছু করা হয় তায় অনপেজ অপটিমা-ইজেশন।
অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অনপেজ অপটিমা-ইজেশনের ক্ষেত্রে যদি কোনরকম ভুল হয় তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে খুজে বের করতে সাহায্য করবে না।
অনপেজের মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান তা হলো।
1.টাইটেল ট্যাগ
2. কি- ওয়ার্ড রিসার্চ,
3. কনটেন্ট,
4. মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন,
5. গুগল সাইট ম্যাপ,
6. XML সাইট ম্যাপ, ইত্যাদি।
এই কয়টা জিনিস জানতে পারলে অনপেজ অপটিমা-ইজেশন এর জন্য আর তেমন কিছুর প্রয়োজন হয় না।
২.অফ পেজ : যা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ,ফোরাম টিউনিং ইত্যাদি।
ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যা করা হয় তাকে অফপেজ অপটিমা-ইজেশন বলে। অর্থাৎ ওয়েবসাইটের প্রচারের জন্য যেই মার্কেটিং করা হয় তাকেই অফপেজ অপটিমা-ইজেশন বলে।
অফপেজ অপটিমা-ইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমা-ইজেশন এর গুরুত্বটা এত বেশি।অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যায় তখন অফপেজ অপটিমা-ইজেশন ছাড়া সাইট একেবারে অচল। চলুন এখন দেখি অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে কি কি রয়েছে।
1.ব্যাক লিঙ্কিং
2. আর্টিকেল রাইটিং
3. অ্যাংকর টেক্সট
4. ফোরাম টিউনিং
5. ব্লগ টিউমেন্ট
6. সোশ্যাল বুকমারকিং
7. ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং
8. ডিরেক্টরি সাবমিশন
9. আর্টিকেল সাবমিশন
10. লিঙ্ক হুইল
11. লিঙ্ক এক্সচেন্জ
12. RSS সাবমিশন
13. Review Site সাবমিশন
14. Classified সাবমিশন
15. সার্চ ইঞ্জিন সাবমিশন
16. প্রোফাইল টিউনিং
17. CSS সাবমিশন
18. ভিডিও টিউনিং
19. ইমেজ টিউনিং
20. পিডিএফ সাবমিশন, ইত্যাদি।

source: http://www.techtunes.com.bd/seo/tune-id/402741

আর্টিকেল কি? আর্টিকেল লেখার নিয়ম। কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লেখা যায় ?

আর্টিকেল কি? আর্টিকেল লেখার নিয়ম। কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লেখা যায় ?


আর্টিকেল রাইটিং কি :

অফপেজ অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল রাইটিং। কেননা, অনলাইন  বিশ্বে আপনার সাইটটি কি পরিমান জনপ্রিয়তা পাবে তা আপনার সাইটের আর্টিকেল রাইটিং এর উপরই নির্ভর করবে। আর্টিকেল রাইটিং এর জন্য আপনাকে অনেকগুলো বিষয়ের উপরে গুরুত্বারোপ করতে হবে। একজন সফল এসইও এক্সপার্ট হিসেবে আর্টিকেল রাইটিং-এর গুরুত্ব অপরিসীম।
তা ছাড়াও আর্টিকেল রাইটিং হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে অনলাইনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে রয়েছে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র।
যাদের ইংরেজীতে রয়েছে অগাধ দক্ষতা তারাই নিজেদেরকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন অনায়াসে। বিভিন্ন ওয়েব সাইটে বিভিন্ন উদ্দেশে আর্টিকেল লিখা হয়। ব্লগ আর্টিকেল ছাড়াও প্রডাক্টের রিভিঊ, সারভিসের সেলস পেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রিসোর্স বই, লিফলেট বা অন্যান্য প্রচারনার কাজে রাইটারদের আরটিকেল লিখার প্রয়োজন হয়।

কি ভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লেখা যায় :

আর্টিকেল রাইটিং শব্দটি ছোট হলেও এর তাৎপর্য অনেক, আর্টিকেল রাইটিং এর জন্য আপনাকে অনেকগুলো বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে। একজন সফল এসইও এক্সপার্ট হিসেবে এর গুরুত্ব অপরিসীম। তো চলুন দেখে নেই কীভাবে আর্টিকেল লিখতে হবে।
প্রথমত আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন সে বিষয়ের উপরে আপানার পর্যাপ্ত ধারনা থাকতে হবে। এবং আপনি যেই বিষয়টি উপস্থাপন করতে চান তা সহজ সরল অর্থাৎ সকলের বোধগম্যভাষায় উপস্থাপন করতে হবে। প্রয়োজনে উক্ত বিষয়ের উপরে গবেষণা করে নিতে পারেন। যাতে করে আপানার আর্টিকেল লিখতে কোন সমস্যা না হয়।
অনেকে আছেন,যারা আর্টিকেল লেখার ক্ষেত্রে আর্টিকেল স্পিন করার জন্য বিভিন্ন সফটওয়্যার এর সাহায্য নেন, সফটওয়্যার দিয়ে আর্টিকেল লিখলে আর্টিকেল এর মানে ঠিক থাকে না। তবে যারা এসব সফটওয়্যার ব্যবহার করে থাকেন,তারা আর্টিকেল স্পিন করার পর আর্টিকেলের মানের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন লেখার মানের কোন ব্যাঘাত না ঘটে। তবে আমি আর্টিকেল স্পিন করে লিখাকে একদম সমর্থন করিনা কারন এতে করে আপনার জনপ্রিয়তা কমতে থাকবে।
সতরাং একজন ভাল এবং সফল এসইও এক্সপার্ট হতে হলে আপানাকে অবশ্যয় আর্টিকেল রাইটিং এর ব্যাপারে বিশেষ জ্ঞান থাকতে হবে।

source: http://www.techtunes.com.bd/seo/tune-id/402899

গেস্ট ব্লগিং করতে চান? কেন গেস্ট ব্লগিং করবেন?জেনে নিন কিভাবে করবেন?

গেস্ট ব্লগিং করতে চান? কেন গেস্ট ব্লগিং করবেন?জেনে নিন কিভাবে করবেন?



গেস্ট ব্লগিং হচ্ছে ইদানিং সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি এসইও পদ্ধতি।এটা নিয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি।

গেস্ট ব্লগিং কি :-

গেস্ট ব্লগিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন লেখক একটি আর্টিকেল লিখে ব্লগার কে দেয়, ব্লগার সেটি দেখেন এবং যদি মনে করেন যে আর্টিকেলটা তার সাইট এর উপযুক্ত তাহলে তিনি তা পাবলিশ করবেন।বিনিময়ে লেখক তার লিংক বিল্ড করার সুযোগ পাবেন। এভাবে তিনি একটি সাইট হতে নিজের সাইট এর জন্য লিংক বিল্ড করতে পারবেন। আর ব্লগার তার সাইট এর জন্য সহজে ভালো এবং ইউনিক কন্টেন্ট পেয়ে যাবেন। সংক্ষেপে এটাই গেস্ট ব্লগিং।

সংক্ষেপে গেস্ট ব্লগিং এর সুবিধা গুলো:-

  • সাইট এর জন্য ট্রাফিক বৃদ্ধি করা।
  • নির্দিষ্ট রিডার বা কাস্টমার টার্গেট করা।
  • নিজের সাইট এর জন্য শক্তিশালী লিংক বিল্ড করা।
  • নিজের ব্র্যান্ড তৈরী করা।
  • বিভিন্ন ব্লগারদের সাথে যোগাযোগ তৈরী করা।
  • অন্য ব্লগারদের থেকে টিপস জানা।
  • নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা।
  • নিজের রাইটিং দক্ষতা বাড়িয়ে তোলা ইত্যাদি।

কিভাবে গেস্ট ব্লগিং করবেন :-

গেস্ট ব্লগিং করবেন ঠিক করেছেন ভাল কথা।এখন প্রশ্ন হল কিভাবে করবেন?তাহলে চলুন জেনে নেয়া যাক।
প্রথমে প্রয়োজনীয় গেস্ট ব্লগিং সাইট গুলো খুজে বের করতে হবে।সংরক্ষণ করে রাখতে এক্সেল ফাইল এ সেভ করে রাখুন।গেস্ট ব্লগিং সাইট গুলো খুজে বের করতে গুগলে সার্চ করেন।রিলেটেড সাইট খুজে বের করার কয়েকটি টিপস নিচে দিলাম।
[insert your relevant keyword here] + “Write for us”
[insert your relevant keyword here] + “guest post”
[insert your relevant keyword here] + “guest blog”
[insert your relevant keyword here] + “guest blogging”
[insert your relevant keyword here] + “guest posting”
[insert your relevant keyword here] + “Submit a guest post”
[insert your relevant keyword here] + “submit post”
[insert your relevant keyword here] + “Submit blog post”
[insert your relevant keyword here] + “Add blog post”
[insert your relevant keyword here] + “Submit an article”
[insert your relevant keyword here] + “Suggest a guest post”
[insert your relevant keyword here] + “Submit your content”
আপনি দেখছেন সবগুলা কোটেসন মার্ক দিয়ে লিখা হয়েছে যার ফলে গুগল আমাদের কে সঠিক রেজাল্ট টা দিবে. নিচের ছবিটা খেয়াল করুন:-

source: http://www.techtunes.com.bd/seo/tune-id/404185

April 15, 2016

গুগল অন পেইজ এসইও টিপস | ২০১৬

গুগল অন পেইজ এসইও টিপস | ২০১৬

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সবচেয়ে গুরুত্তপূর্ণ অংশ হলো অন পেইজ এসইও, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
ধরুন, আপনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটি ওয়েবসাইট আছে, আপনি তাতে এসইও যোগ করতে চাচ্ছেন, কোন জায়গা থেকে আপনি শুরু করবেন বুঝতে পারছেন না ?

আপনি যে ডোমেইন নাম কিনতে চান তার সম্পর্কে চিন্তা করতে থাকুন, ভাল হয় যদি আপনি আপনার ওয়েবসাইট নামটিই ডোমেইন নাম হিসেবে পান, তাহলে এটা প্রাইম কিওয়ার্ড হিসেবে কাজ করবে আর গুগল এটা খুব পছন্দ করে। অন্যদিকে আপনি যে নাম পছন্দ করবেন সেটা প্রাইম কিওয়ার্ড হোক আর নাই হোক পরবর্তীতে ওই নামটাই প্রাইম কিওয়ার্ড হিসেবে কাজ করবে।

''ওয়েবসাইটে শুধুমাত্র মেটা টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন বসিয়েই অন পেইজ এসইও শেষ হয়ে যায় না''  - আমি এর সাথে একমত নই।
মেটা টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন অন পেইজ এসইও তে সবচেয়ে গুরুত্তপূর্ণ বিষয়, আপনি এসইও শুরু করার পর প্রথমে তাই করবেন একজন এসইও দক্ষ হিসেবে, এটা আমার মতামত।
যেকোনো ওয়েবসাইটে এসইও করার পূর্বে সাবধান থাকুন, কারণ আপনি প্রথমে খুব ভাল ফলাফল পেতে পারেন কিন্তু দিনশেষে আপনি গুগলের ব্ল্যাকলিস্টে চলে যেতে পারেন, আর আপনি আপনার সাইট টি আর  গুগল সার্চ রেজাল্টে পাবেন না।
সবচেয়ে ভাল এটাই যে, একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি আপনার রিসার্চ চালিয়ে যান যতক্ষন পর্যন্ত আপনি এসইও সার্ভিস আপনার ক্লাইন্টদের জন্য করতে চান।
আপনার এসইও কাজটি যার মাধ্যমে করাতে চাচ্ছেন বেশি করে তার কাছ থেকে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থান এবং পরবর্তীতে আপনার ওয়েবসাইটের  সম্ভাবনা সম্পর্কে বেশি করে জানার চেস্টা করুন, যদি ভাল সমাধান না পান, তাহলে আপনি আরও চিন্টা ভাবনা করে সঠিক ব্যক্তির কাছে কাজটি দিতে পারেন কারণ এটা নির্ভর করে আপনার ব্যবসা অথবা পন্যটি অনলাইনে থাকছে কিনা।

য়েবসাইট টাইটেল
ওয়েবসাইট নাম টি আপনার ওয়েবসাইটের অনেক জরুরি একটা অংশ কারন গুগল সার্চ ইঞ্জিন প্রথমে এ্টাই পড়ে এবং সংরক্ষণ করে রাখে, টাইটেল এইচটিএমএল এর একটি ট্যাগ যা আপনাকে হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। আজকাল ওয়েবসাইটের ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট ডেভেলাপাররা বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করেন সুবিধামত।
আপনার যদি সাহায্যের দরকার পরে এবং আপনার ওয়েবসাইট ভাল অবস্থানে নিয়ে যাওয়ার কোনো উপায় খুজে না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব।





যখন আপনার একটি সাইট গুগলের সার্চ রেজাল্টে দেখায় তখন এরকমই দেখায়, আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যখন আপনি আপনার ওয়েবসাইটের নাম বা টাইটেল লিখবেন  :
১। আপনার ওয়েবসাইট টাইটেল অবশ্যই ৫০টি অক্ষরের মধ্যে লিখতে হবে।
২। টাইটেলে অবশ্যই একটি মূল কিওয়ার্ড লিখতে হবে।
৩। কখনই আপনার পণ্যের না বা সেবার নাম উল্লেখ করবেন না যদি না সেটা সুপরিচিত হয়।

ডেসক্রিপশন
ডেসক্রিপশন সাধারণত টাইটেল বা ওয়েবসাইট নামের নিচেই বসে, যেভাবে আগের ছবি তে দেখানো হয়েছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার বর্ণনায় কিছু প্রধান কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা অবশ্যই অর্থবোধক হতে হবে।
এখন বলবো কিভাবে সহজ উপায়ে বর্ণনা লিখবেন,
যেমনটি আমি আগেও বলেছি, ধরুন আপনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ওয়েবসাইট আছে। যেখানে আপনি আপনার ওয়েবসাইটের নিয়মিত ব্যবহারকারিদের তাদের নিজের ব্লগ খোলার সুবিধা দিয়েছেন, এবং আপনি চান মানুষ সেখানে তাদের নতুন বন্ধু খুজে পায়, অনলাইনে নতুন নতুন বন্ধুদের মিলনমেলা, এবং এখানে ফ্রী তে রেজিস্ট্রেশন করতে পারেন।
ছবিতে দেখুন আমি কিভাবে তার বর্ণনা দিয়েছি, আমি আমার ওয়েবসাইটের মূল শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করেছি, এখন আমাকে শুধু এটাকে একত্রে সাজিয়ে  লিখতে হবে,
নিজের মোবাইল নাম্বার, অবস্থান, দেশ এসব যোগ করা অনেক জরুরী,  কিন্তু আমি আগেই বলেছি এটা নির্ভর করে আপনি কি ধরণের ওয়েবসাইট বানিয়েছেন। গুগল প্রতিনিয়ত নিজের নিয়মনীতি অদল বদল করছে আমারদের আরও ভাল ফলাফল দেওয়ার জন্য, এবং নিম্নমানের সাইট থেকে দূর রাখার জ়ন্য, আমি বিগত ৫ বছর ধরে এসইও করছি, অনেক সময় অনেক ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টে ১০ থেকে ১২ দিনের মধ্যে প্রথম পাতায় চলে আসে, তবে খুব কম সংখ্যক ক্ষেত্রে এটি ঘটে।

Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/406845

এসইও টিউটরিয়াল বিগিনার থেকে টপ লেভেল পর্যন্ত যারা শিখতে চান আজ থেকে টিউন ফলো করুন (পর্ব-০১)

এসইও টিউটরিয়াল বিগিনার থেকে টপ লেভেল পর্যন্ত যারা শিখতে চান আজ থেকে টিউন ফলো করুন (পর্ব-০১)


লেখাটির শুরুতেই আপনাকে সাবধান করে দিচ্ছি- আপনি যদি সহজ রাস্তায় অর্থ উপার্জনের চিন্তা করে থাকেন, দয়া করে আমার এই টিউন থেকে দূরে থাকুন। কারণ আমি জানি, এখানে সহজ রাস্তায় ইনকাম করা সম্ভব নয়। শুধুমাত্র পরিশ্রমী এবং সৎ যারা তারাই আমার এই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন, ইনশাল্লাহ। আমি নিজে এই পদ্ধতি অনুসরণ করে ইনকাম করি। তা-ই আপনাদের শেখাবো।

শুরুতেই জেনে নিন SEO শিখতে হলে কি কি লাগবে?

SEO শেখার জন্য প্রথমেই লাগবে আগ্রহ। কারণ আগ্রহ ছাড়া কোনো কাজ করা সম্ভব না আমি মনে করি। SEO শিখতে চায়লে আপনাকে কম্পিউটার বিষয় এ মুটামুটি ধারণা এবং ইন্টারনেট সম্পর্কে মুটামুটি ধারণা থাকতে হবে। যদি আপনার ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কি  করে এসইও শিখবেন। যাইহোক SEO শিখতে চায়লে যদি আপনার ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে। আমার এই টিউনটি দেখবেন।
সতর্কতা! না বন্ধুগণ। এখানে শর্টকাট বা সহজ উপায়ে ইনকাম করার কোনো ওয়ে নেই। মিনিমাম ২ মাস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়া এখানে দয়া করে সময় নষ্ট করবেন না। একেবারেই করবেন না!

একটি সহজ অংক

বাংলাদেশের প্রচলিত পড়ালেখার সিস্টেমে মাস্টার্স পাস করতে কত বছর লাগে? উত্তর হচ্ছে ১৭ বছর (প্রাইমারি ৫ বছর + হাইস্কুল ৫ বছর + কলেজ ২ বছর + অনার্স ৪ বছর + মাস্টার্স ১ বছর = ১৭ বছর)। তাই না? এই সতেরো বছর পড়ালেখা করে আমাদের দেশের ছেলে-মেয়েরা ১৫ হাজার টাকা মাসে চাকরি পেলেই খুশিতে আটখানা হন। তো ১৭ বছর কঠোর সাধনা করে যদি আপনি আশা করেন ১৫ হাজার টাকা, তাহলে কেমন করে অনলাইনে কোনো সময় না দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করার চিন্তা করেন? মাথা খাটান, বন্ধুগণ! সুতরাং আমি বলবো- সহজ রাস্তা মানেই ফাঁকির রাস্তা। অনেক সময় নষ্ট করেছেন বিভিন্ন দিকে। সব বাদ দিয়ে আসুন সত্যিকারের প্রফেশনাল কিছু শিখি। নিজে উপকৃত হই, দেশকেও সমৃদ্ধ করি।

এই টিউটোরিয়াল কাদের জন্য?

আপনার জন্যই! হ্যাঁ, আপনার জন্যই যদি আপনি হয়ে থাকেন সৎ, সাহসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে বদ্ধপরিকর। তাহলে আপনার জন্যই এই টিউটোরিয়াল।

এই টিউটোরিয়াল কাদের জন্য নয়?

আপনার জন্য নয় যদি আপনি-
- সহজ রাস্তায় ইনকাম করতে চান
- স্বল্প সময়ে ইনকাম করতে চান
- পরিশ্রম না করেই ইনকাম করতে চান
- কাজ করার মানসিকতা না থাকে
- শর্টকাট ওয়েতে বড়লোক হতে চান
- যদি আপনি অলস হন
- যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক না হন....
এবার আপনি-ই সিদ্ধান্ত নিন এই টিউটোরিয়াল আপনার জন্য, নাকি আপনার জন্য নয়?

কি কি শিখবো আমরা?

একদম বিগিনারদের জন্য এসইও এর জন্য কিছু বেসিক টিউন :

  1. এসইও কি
  2. সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে কাজ করে
  3. সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) কি, বেসিক আইডিয়া
  4. এসইও তে প্রায়ই শোনা যায় এমন কিছু কমন শব্দ এবং এর ব্যাখ্যা
  5. এসইও এর কিছু ধরন
  6. এসইও শেখা শুরু করার পূর্বে কোন কোন বিষয় গুলো মাথায় রাখতে হব

Onpage Optimization (অনপেজ অপ্টিমাইজেশন) এর জন্য লেসন সমূহঃ

  1. অনপেজ অপ্টিমাইজেশন কি? এবং কেন?
  2. অনপেজ অপটিমাইজেশন এ কি কি করতে হয়?
  3. এসইও শুরু করার জন্য একটি ওয়েবসাইটের কি কি থাকতে হবে?
  4. পেইজ র‍্যাংক কি? এবং কেন?
  5. পেইজ র‍্যাংক (PR) কিভাবে চেক করতে হবে
  6. এলেক্সা র‍্যাংক কি এবং কিভাবে চেক করবেন এবং বিস্তারিত
  7. ওয়েব র‍্যাংক টুলবার / অ্যাডঅন্স
  8. মজিলা তে ওয়েব র‍্যাংক ইন্সটল করা
  9. গুগল ক্রোমে ওয়েব র‍্যাংক ইন্সটল করা
  10. কিওয়ার্ড কি? কেন?
  11. কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস কি এবং এর গুরুত্ব
  12. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০১
  13. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০২
  14. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০৩ (লং টেইল কিওয়ার্ড)
  15. মেটা ট্যাগ কি এবং কেন?
  16. মেটা ট্যাগ কিভাবে তৈরি করতে হয়
  17. এইচটিএমএল (HTML) এর মধ্যে মেট্যা ট্যাগ বসানো, সরাসরি কোডের মধ্যে বসানো এবং কোড সম্পর্কে ধারনা
  18. ব্লগার.কম দিয়ে করা ব্লগে মেট্যা ট্যাগ বসানো
  19. মেট্যা ট্যাগ নিয়ে আপনাদের কিছু কমন কনফিউশন এবং এর সমাধান
  20. ওয়ার্ডপ্রেস এর জন্য All In One SEO Pack প্লাগিন এবং এর ইন্সটলেশন প্রক্রিয়া
  21. হোম পেইজের জন্য ওয়ার্ডপ্রেসে মেটা ট্যাগ বসানো
  22. ভেতরের পেইজ গুলোর জন্য আলাদা আলাদা মেটা বসানো
  23. ইমেজ অল্টার ট্যাগ (Image Alter Tag) কি এবং কেন?
  24. ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এ ইমেজ অল্টার ট্যাগ ব্যবহার করা
  25. গুগলে ওয়েব সাইট সাবমিট করা (এখান থেকেই মূলত সরাসরি এসইও এর যাত্রা শুরু)
  26. গুগল ওয়েবমাস্টার টুল (Google Webmaster Tool) কি এবং কেন?
  27. গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (FTP এবং File Manager এর মাধ্যমে)
  28. গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (মেট্যা ট্যাগ এর মাধ্যমে)
  29. সাইটম্যাপ কি? এবং কেন?
  30. সাইটম্যাপ তৈরি এবং আপলোড করা
  31. গুগলে সাইটম্যাপ সাবমিট করা
  32. বিস্তারিত রিভিউ এর সাথে গুগলে ওয়েবমাস্টার টুলস এর সমাপ্তি
  33. গুগল অ্যানালাইটিক টুল পরিচিতি
  34. গুগল অ্যানালাইটিক কোড ইন্ট্রিগ্রেশন (ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম)
  35. গুগল অ্যানালাইটিক টুলস এর বিভিন্ন অপশন এবং রিভিউ
  36. বাউন্স রেট কি, এর গুরুত্ব?
  37. Windows Live অ্যাকাউন্ট ওপেন করা
  38. Yahoo এবং Bing এ সাইট সাবমিট করা (যৌথ সাবমিশন)
  39. Bing Webmaster Tools (বিং ওয়েব মাস্টার টুলস) কি, কেন, ভেরিফিকেশন এবং অন্যান্য
  40. Anchor Text (অ্যাঙ্কর টেক্সট)কি? কিভাবে তৈরি করতে হয়
  41. ওয়ার্ডপ্রেস CMS এ কন্টেন্ট মডিফিকেশন
  42. ব্লগার ব্লগে কন্টেন্ট মডিফিকেশন
  43. এসইও উপযোগী করে কন্টেন্ট বা আর্টিকেল লিখা
  44. Permalink কি? WordPress এ কাস্টম Permalink সেটিং করা
  45. ব্লগার এ কাস্টম Permalink সেট আপ করা
  46. এসইও এর ম্যাজিক রেজাল্ট
  47. অনপেজ অপ্টিমাইজেশন এর সমাপ্তি

OFF Page Optimizaiton (অফপেজ অপটিমাইজেশন) এর লেসনসমূহঃ

  1. অফপেজ অপটিমাইজেশন কি? এই সম্পর্কে ধারনা
  2. এর গুরুত্ব কি এবং কেন?
  3. লিংক শেয়ারিং কি? গুগলের এখানে কাজ কি?
  4. স্প্যামিং কি?
  5. অফপেজ অপটিমাইজেশন এ কি কি করতে হবে?
  6. Link Building, Link Sharing, Backlink এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কোথায়?
  7. Social Bookmarking (সোশ্যাল বুকমার্ক) কি এবং কেন?
  8. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০১
  9. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০২
  10. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০৩
  11. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০৪
  12. এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- মজিলা ব্রাউজারে
  13. এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- গুগল ক্রোম ব্রাউজারে
  14. সোশ্যাল বুকমার্ক এর জন্য কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  15. টিউমেন্ট ব্যাকলিংক কি?
  16. টিউমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব- ১
  17. টিউমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব- ২
  18. টিউমেন্ট ব্যাকলিংক এর জন্য ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  19. Do Follow এবং No Follow ব্যাকলিংক এবং এদের মধ্যে পার্থক্য কোথায়?
  20. Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- মজিলা ফায়ারফক্স
  21. Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- গুগল ক্রোম
  22. টিউমেন্ট ব্যাকলিংক এর বর্তমান মার্কেট এবং অবস্থা
  23. IP(Internet Protocol) এড্রেস কি এবং কেন?
  24. কিভাবে আপনি আপনার আইপি এড্রেস চেক করবেন?
  25. একটি ওয়েবসাইটের সার্ভার আইপি কিভাবে বের করবেন?
  26. প্রক্সি (Proxy) সার্ভার কি এবং কেন?
  27. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার
  28. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- মজিলাতে অ্যাডঅন এর মাধ্যমে
  29. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- গুগল ক্রোমে টুল এর মাধ্যমে
  30. গেস্ট টিউনিং কি এবং কেন গুরুত্বপূর্ণ
  31. গেস্ট টিউনিং এর জন্য রেজিস্টার করা
  32. প্র্যাক্টিক্যাল গেস্ট টিউনিং সাবমিশন
  33. গেস্ট টিউনিং করার পর ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  34. .edu এবং .gov ব্যাকলিংক কি এবং কেন গুরুত্বপূর্ণ
  35. প্র্যাক্টিক্যাল .edu এবং .gov ব্যাকলিংক তৈরি
  36. ফোরাম কি এবং কেন?
  37. ফোরাম সাইটে রেজিস্ট্রেশন করা
  38. প্রোফাইল লিংক বিল্ডিং, সিগনেচার যুক্ত ফোরাম, এগুলো কি এবং এদের মধ্যে সম্পর্ক কোথায়
  39. প্র্যাক্টিক্যাল প্রোফাইল লিংক তৈরি করা
  40. প্রোফাইল লিংক তৈরির কাজের রিপোর্ট তৈরি করা
  41. ফোরাম টিউনিং প্র্যাক্টিক্যাল সেশন
  42. ফোরাম টিউনিং এর জন্য কাজের রিপোর্ট তৈরি করা যা আপনি ক্লাইন্টকে কাজ শেষে জমা দিবেন
  43. Directory এবং Directory Submission কি এবং কেন গুরুত্বপূর্ণ
  44. প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন
  45. প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন Receprocal Link ব্যবহার করে
  46. আটিকেল সাবমিশন কি এবং এর গুরুত্ব
  47. প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০১ রেজিস্ট্রেশন
  48. প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০২ আর্টিকেল সাবমিট করা
  49. আর্টিকেল সাবমিশন এর কাজের প্রমান বা ওয়ার্ক রিপোর্ট তৈরি করা
  50. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০১
  51. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০২
  52. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০৩
  53. লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক কিভাবে খুজে বের করবেন
  54. লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক বের করার জন্য সহায়ক ওয়েবসাইট
  55. ওয়েব ২.০ সাইট কি এবং এর গুরুত্ব
  56. ওয়েব ২.০ লিংক বিল্ডিং
  57. ওয়েব ২.০ সাইটের ওয়ার্ক প্রুফ বা কাজের রিপোর্ট তৈরি করা
  58. লিংক হুইল কি এবং কেন?
  59. লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com এ সাইট খোলা)
  60. লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com এ সাইট খোলা)
  61. প্র্যাক্টিক্যালি লিংক হুইল তৈরি করা
  62. রোবোট ফাইলের ব্যবহার
  63. একদম শুরু করে গুগলের বিভিন্ন এলগরিদম আপডেট নিয়ে প্রায় ৩০ মিনিটের বিস্তারিত লেকচার
  64. অফপেইজের বিভিন্ন খুটিনাটি বিষয় সহ এর সমাপ্তি

এসইও শেখার পর অনলাইনে কাজ করার জন্য কিছু গাইডলাইনঃ

  1. অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি
  2. অনলাইনেই চাকুরী এবং ব্যাবসার ধারনা
  3. অনলাইনে চাকুরী এবং ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে হয়
  4. ফ্রীল্যান্সিং এর বিষয়টি কিভাবে হয়ে থাকে এবং উপার্জিত অর্থ আপনি কিভাবে তুলতে পারেন
  5. অনলাইনের অন্যান্য কাজ গুলো সম্পর্কেও ধারণা
  6. বিভিন্ন ধরণের কাজের মার্কেট সম্পর্কে ধারণা
  7. এসইও শেখার পর অনলাইনের কি কি সেক্টরে কাজ করে আয় করতে পারেন সেই সম্পর্কে গাইডলাইন
  8. এছাড়াও থাকছে আরও অনেক কিছুই!
Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/406872

কিভাবে আপনার ওয়েব সাইটে ভিজিটর বাড়াবেন

কিভাবে আপনার ওয়েব সাইটে ভিজিটর বাড়াবেন

আমার আজকের টিউন টি কিভাবে আপনি আপনার ওয়েব সাইটে ভিজিটর বৃদ্ধি করবেন ?
অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে পাশ কাটিয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই। গুগলের সর্বশেষ পান্ডা সিস্টেমে আপডেটের সময় জানানো হয়েছে, নতুন এই সিস্টেমে একটি ওয়েবসাইটের মান নির্ধারণে সামাজিক যোগাযোগ সাইটগুলো প্রধান ভূমিকা পালন করবে। এর কারণ হলো, তথ্য শেয়ারিংয়ের জন্য সামাজিক যোগাযোগ সাইট বেশি ব্যবহৃত হয়।এজন্য আপনাকে প্রথমত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার সাইটের নামে পেজ অথবা ফ্যান পেজ তৈরি করতে হবে।
নিচে কিছু High pr social site এর নাম দেওয়া হলো
  • Facebook.com
  • Digg.com
  • Twitter.com
  • Stumbleupon.com
  • Propella.com
  • Youtube.com
  • Twitter.com
  • ব্লগ টিউমেন্ট :  অনলাইন মার্কেটিং বা সাইটে ট্রাফিক বাড়াতে আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ব্লগ টিউমেন্টিং বা ব্লগ টিউমেন্ট। এটি শুধু মাত্র ট্রাফিক ই নয় কোন সাইটের জন্য ব্যাকলিংক পেতেও খুবি কার্যকরী ভুমিকা পালন করে। তবে কোনো ব্লগে  টিউমেন্ট করার জন্য অবশ্যই সেটি যেনো ঐ ব্লগের কনটেন্টের সঙ্গে মিল থাকে অর্থাৎ রিলেভেন্ট হওয়া বাঞ্ছনীয় বিশেষ করে গুগলের রিসেন্ট আপডেটের পর থেকে এটি খুবি শক্ত ভাবে নজরদারি করছে গুগল। নইলে স্প্যাম হওয়ার সম্ভবনা থাকে। বর্তমানে টপ ব্লগারদেও চিন্তার বিষয় হলো স্প্যাম টিউমেন্ট। টিউমেন্ট করার ক্ষেত্রে সাফল্য পেতে টপলেভেল ও জনপ্রিয় ব্লগগুলোতে রেজিস্ট্রেশন করা প্রয়োজন। ভালোমানের ব্লগে সংশ্লিষ্ঠ ১টি টিউমেন্ট থেকে ৫০ থেকে ১০০ ভিজিটর পাওয়া সম্ভব আর পাশাপাশি সার্চ ইঞ্জিনের জন্য ব্যাকলিংক ত রয়েছে ই। আপনি সার্চ ইঞ্জিন কে কাজে লাগিয়েই আপনার ব্লগ বা ওয়েব সাইট রিলেটেড ব্লগ টিউমেন্টিং সাইট খুঁজে পেতে পারে।
  • ফোরাম টিউনিং : ট্রাফিক এবং ব্যাকলিংক বাড়ানোর ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি হলো ফোরাম মার্কেটিং। ফোরাম এমনই একটা প্লাটফর্ম যেখানে ব্যবহারকারীরা কোনো সমস্যার কথা তুলে ধরে সংশ্লিষ্ঠদের কাছ থেকে সমাধান পেয়ে থাকেন। এখানে একজন ব্লগার সংশ্লিষ্ঠ সমাধানের সাথে নিজের পণ্য বা সেবা সম্পর্কে ব্যবহারকারীদেও অবহিত করতে পারবেন এবং তার ব্লগে আনতে পারবেন। এখানে সবচেয়ে বেশি কার্যকর একটি বিষয় হলো সিগনেচার ব্যবহার করা, যেখানে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া টিউনিং, টিউমেন্টিং পাশাপাশা প্রোফাইল লিংকিং এর সুবিধা ত আছে ই। কিভাবে ফোরাম টিউনিং করবেন তার সঠিক গাইড লাইন পাওয়ার জন্য কিভাবে করবেন ফোরাম টিউনিংশিরোনামের টিউনটি পড়ে নিতে পারেন যেটি ট্রাফিক পাওয়াসহ সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে এগিয়ে নিয়ে আসবে। আপনি সার্চ ইঞ্জিন কে কাজে লাগিয়েই আপনার ব্লগ বা ওয়েব সাইট রিলেটেড ফোরাম খুঁজে পেতে পারে। 
  • ইয়াহু Answer: আপানারা নিশ্চয় বুঝতে পারছেন যে Yahoo Answer কি? এখনে অনেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে বা প্রশ্নের উত্তর খুজতে আসে। এখানে আপনি আপনার সাইট রিলেটেড প্রশ্নের উত্তর দিতে পারেন এবং উত্তর শেষে আপনার সাইট এর লিঙ্ক দিলে সেখান থেকে ভিজিটর পাবেন। ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে। এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে।
  • ডিরেক্টরি সাবমিশন: ডিরেক্টরি সাবমিশন সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি তাই এখানে বলার কিছুই নেই। আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করতে হবে। এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য। তাছাড়াও আমি আপনাদের আমার ব্লগের একটি লিঙ্ক দিয়ে ছিলাম সেখানেও অনেক ডিরেক্টরি সাবমিশন সাইট এর লিস্ট আছে আপনারাথেকে সেটি সংগ্রহ করতে পারেন।
  • সোশ্যাল বুকমার্কিং: ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সোশ্যাল বুকমার্কিং আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আপনে কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন এবং সাথে সাথে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন। ভালোমানের কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর রেজিস্ট্রেশন করুন এবং সম্ভব হলে আপনার ব্লগ এর প্রতিটা টিউন শেয়ার করুন।
  • এভাবে প্রতিদিন কাজ করুন দেখবেন আপনার সাইটের ভিজিটর বাড়বেই (ইনশা আল্লাহ)
Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/411877

নিয়ে নিন আনলিমিটেড রিয়েল ভিজিটর আপনার সাইট অথবা ইউটিউব ভিডিওর জন্য

নিয়ে নিন আনলিমিটেড রিয়েল ভিজিটর আপনার সাইট অথবা ইউটিউব ভিডিওর জন্য


আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে ভিজিটর আনার বা বাড়ানোর বিষয়ে বলব, যাতে আপ্নারা আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনতে পারেন। এর মধ্যে আবার কিছু সাইট থেকে আপনারা আপনাদের সাইটে এস ই ও এর জন্য সহায়ক হবে। আমি আজকে আপনাদের ১১ টি সাইট এর তথ্য দিব যে সাইট গুলতে অটো সার্ফ বা ম্যানুয়াল সার্ফ করে পয়েন্ট বা ক্রেডিট আয় করতে পারবেন যা দিয়ে আপনি আপনার ওয়েব সাইটে, ইউটিউবে ও সোশ্যাল পেজে আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন।
১। Hitleap
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
২। Otohits
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ২য় সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর অটোহিতস অ্যাপ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন বা ওদের দ্যা অটোসার্ফ পেজে গিয়ে অটোসার্ফ করে মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
৩। Twistrix
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ৩য় সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন এর পর ওদের দ্যা সার্ফ নাউ পেজে গিয়ে অটোসার্ফ করে পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর আনলিমিটেড ভিজিটর পান।
৪। Feelingsurf
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ৪র্থ সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ওদের সার্ফবার পেজে গিয়ে স্টার্ট দ্যা সার্ফবার এ ক্লিক করে ক্রেডিট আয় করুন। আপনার সাইট এড তার পর আনলিমিটেড ভিজিটর পান।
৫। Rankboostup
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে স্টার্ট রেগুলার ব্রাউসিং সেশন এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই সাইতের জন্য আপনাদের ব্রাউজার এ আলেক্সা টুলবার ইন্সটল থাকতে হবে, ডাউনলোড-এক্সটেনশন থেকে ডাউনলোড ও ব্রাউজার এ ইন্সটল করে নিন।
৬। Linkcollider
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা ও এস ই ও এর জন্য অনেক গুলো টুল পাবেন যা দিয়ে সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর কালেক্ট টোকেনস থেকে ট্রাফিক এক্সচেঞ্জ এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও টোকেনস আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই আয় করা টোকেনস দিয়ে এস ই ও এর জন্য টুল দিয়ে আপনার সাইটে এস ই ও করাতে পারবেন।
৭। Alexamaster
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন।
৮। Likesplanet
এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও অন্যোন্য সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন। এখান থেকে আপনি টাকাও ইঙ্কাম করতে পারবেন ১০০০০ পয়েন্ট হল ২$ আর ২$ হলে পেজাতে নিতে পারবেন।
আমি মনে করি বাকি গুলো আপনারা নিজেরা করতে পারবেন।
৯।Hit4hit
১০।Klixion
১১।10khits
আজ এই পর্যন্তই ভাল থাকবেন সবাই।

Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/412034

ওয়েবসাইটের জন্যে কিভাবে বিনামূল্যে সার্চ ইঞ্জিণ রিপোর্ট তৈরি করবেন?

ওয়েবসাইটের জন্যে কিভাবে বিনামূল্যে সার্চ ইঞ্জিণ রিপোর্ট তৈরি করবেন?


আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউনে বিনামূল্যে সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন রিপোর্ট তৈরি করব।
আমরা যখন একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন করতে শুরু করি তখন আমাদের জেনে নিতে হয় আমাদের ওয়েবসাইটের জন্য কী কী কীওয়ার্ড রয়েছে যা গুগল সার্চ ইঞ্জিনে ভালো রেটিং এবং তুলনামূলকভাবে কম কম্পিটিশন রয়েছে। তারপর দেখতে হয় সার্চ ইঞ্জিণে আমাদের কম্পিটেটর ওয়েবসাইট কি কি রয়েছে। গুগলের প্রথম পাতায় আসতে হলে আমাদের খুজ নিতে হবে আমাদের প্রতিযোগী সাইটের সার্চ ইঞ্জিণ অবস্থান।
ফিবার ডট কমে ৫ ডলারের ফ্রিলেন্সার পাওয়া যায় যারা এই কাজ করে থাকেন। কিন্তু আজ আমি এই টিউটের মাধ্যমে এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি বিনামূল্যে এই সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন রিপোর্ট তৈরি করিয়ে নিতে পারেন এবং পিডিএফ আকারে তা ডাউনলোডও দিতে পারেন।
এজন্য এই সাইট থেকে আপনার ওয়েবসাইট সাবমিট করতে হবে। তারপর একটি একাউন্ট তৈরি করতে হবে রিপোর্ট ডাউনলোডের জন্যে। একাউন্টে লগিন করলে ম্যাসেজ বক্সে ডাউনলোড ফাইল পেয়ে যাবেন। সেই সাথে পাবেন সার্চ ইঞ্জিনে ভালো রেটিং পাওয়ার জন্যে করনীয় সাজেশন।

রিপোর্ট পেতে ৩-২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এর মাধ্যমে আপনি যেমন আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিণ অবস্থান জানতে পারবেন তেমনী জানতে পারবেন আপনার প্রতিযোগী সাইটের অবস্থান। ফলে ২টি সাইটের মধ্যে তুলনা করে আপনি যদি আপনার সাইটকে আপডেট করতে পারেন তবে আপনি আপনার প্রতিযোগী সাইটকে পেছনে ফেলে গুগলের প্রথম পেইজে আসতে পারেন।

Source: http://www.techtunes.com.bd/seo/tune-id/419043

April 14, 2016

সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন অ্যাডভানস SEO এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং

সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন অ্যাডভানস SEO এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং

ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি তেমনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নাই তা হলেও লাভ হবে না। আপনার দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভানস SEO কোর্সটি কোর্স ফি ৮০০০ টাকা এবং আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্সের ফি ৫০০০ টাকা।

BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন

http://black-iz.com/wp/wp-content/uploads/2015/10/black-iz-it-insitute.jpg

এবারের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে কোর্স ফি হবে ৭০০০ টাকা এবং রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। তার মানে যে কেউ BLACK iz IT Institute থেকে এই দুটি কোর্স করতে পারবেন মাত্র ৮০০০ হাজার টাকায়। এবং এর বাইরে কোন এক্সট্রা চার্জ নেই। প্যাকেজ কোর্সটিতে জয়েন করতে এখনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা শকল তথ্যে জন্য আমাদের ধানমন্ডী অফিসে আশতে পারেন।

ক্লাসগুলোতে অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ

  • উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা আছে।
  • প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে।
  • প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে।
  • আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে।
  • উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
  • ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে।
  • কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে।
  • স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
  • শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
  • হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
  • প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
  • ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।


ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

ভর্তির জন্য প্রত্যেক কে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা (১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে @ http://goo.gl/VuKSXW ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকবেঃ

  • এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  • কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  • অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  • মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  • কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
  • সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।
  • ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
  • অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  • সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
  • ফোরাম ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং।
  • আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  • লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
  • বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
  • পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  • ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  • এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  • সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  • গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি।
  • ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  • অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
  • Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
  • এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
    অ্যাডভান্স এসইও কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
     ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!
     

আমাদের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্সটিতে যা যা থাকছেঃ

  • অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
  • ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে।
  • ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
  • কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
  • ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে।
  • আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
  • মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
  • কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
  • প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
  • গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
  • ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ।
  • প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
  • কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
  • ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
  • এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  • অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
  • UpWork (odesk) ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি।
  • elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস।
  • মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।



BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশন করতেপারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন

• BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ

১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।
http://about.black-iz.com/images/black-iz-map-location.jpg
অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html



BLACK iz IT Instiute এর আরও কিছু আকর্ষনিয় প্রোগ্রামঃ

YouTube থেকে আয় - ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্সওয়েব ডিজাইনিং শিখুন উন্নত ক্যারিয়ার গড়ুন! BLACK iz IT এ ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ!
YouTube থেকে আয় - ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স 
অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়।  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনিও আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে।  ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন।  তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই।  আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয়।  (বিস্তারিত)
ওয়েব ডিজাইনিং শিখুন উন্নত ক্যারিয়ার গড়ুন!
বিশাল মুল্য ছাড়ে অংশগ্রহণ করুন BLACK iz IT Institute এ। BLACK iz IT Institute এশিয়া কাপ  ২০১৬ উপলক্ষে প্রতিটি ব্যাচের প্রথম ১৫ জন কে দিচ্ছে ৫০% এর অধিক ছাড়। এই সুযোগ গ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেসন পেজে গিয়ে নির্দিস্ট ইন্সট্রাকশন ফলো করুন এবং পরিপুর্ন ভাবে ফর্ম ফিলাপের পর সাবমিট করুন।   (বিস্তারিত)
BLACK iz IT এ ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ! ৫০ জন নারীকে সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ দিচ্ছে BLACK iz IT। বছরে দুটি ধাপে ১০০ জনকে সু্যোগটি দেওয়া হয় প্রথম ধাপে ৫০ জন পুরুষ এবং দ্বিতীয় ধাপে ৫০ জন নারীকে এ সু্যোগটি দেওয়া হয়। উল্লেক্ষ্য ছয় মাস পুর্বে BLACK iz IT প্রথম ধাপে ৫০ জন পুরুষকে নিয়ে প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামটি চালু করে। এবার একই ভাবে দ্বিতীয় ধাপে  ৫০ জন নারীকে ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সু্যোগটি দেওয়া হবে।   (বিস্তারিত)

আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

অংশগ্রহন করুন দেশের সেরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ প্রোগ্রামে!