October 30, 2015

Facebook এ Offline বন্ধুদের Chat History দেখার উপায়

Facebook এ Offline বন্ধুদের Chat History দেখার উপায়



Facebook এ আমরা সবাই কম বেশি চ্যাট করি। অনলাইন বন্ধুদের সাথের Chat History তো সহজেই দেখা যায়, তবে চাইলে অফলাইন বন্ধুদের সাথের Chat History ও আপনি দেখতে পাবেন। এজন্য যে বন্ধুর সাথের Chat History দেখতে চান তার Profile এ যান। তার User_ID নম্বর নোট করুন। এখন অবশ্য অনেক Profile এ User_ID দেখা যায়না। এমন হলে চিন্তার কিছু নেই। Profile এর Send Message বা Poke অপশনে গিয়ে Right Click চাপুন > Copy Link Location/Address দিন। এবার এটি নোটপ্যাডে Paste করুন, সেখান থেকে User_ID নম্বর পেয়ে যাবেন। এবার বন্ধুর Profile ওপেন করে Address Tab এ লিখুন:

javascript:buddyList.itemOnClick(User_ID);

এখানে User_ID এর জায়গায় সেই বন্ধুর User_ID হবে। এবার এন্টার চাপুন আর দেখুন। তবে Chat History যদি Clear করা হয়ে থাকে তাহলে তা আর দেখা যাবেনা।

Source: http://technohelpbd.blogspot.com/2010/04/facebook-offline-chat-history.html

No comments:

Post a Comment