October 30, 2015

ওয়েবসাইটের ভিজিটর বাড়ান সোশ্যাল বুকমার্কিং সাইটে লিংক বুকমার্ক করে

ওয়েবসাইটের ভিজিটর বাড়ান সোশ্যাল বুকমার্কিং সাইটে লিংক বুকমার্ক করে


 

সোশ্যাল বুকমার্কিং সাইট কী?:

সোশ্যাল বুকমার্কিং সাইট বলতে যেসব ওয়েবসাইটে লিংক শেয়ার বা সেভ করা সুবিধা আছে সেইসকল ওয়েবসাইটকে বুঝায়।ওয়েবসাইটে অনেক বেশী ট্রাফিক আনার জন্য সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট এর কোন তুলনা নাই।আপনার কোন লিংক যদি ভাগ্যাক্রমে এই সাইটগুলোর হোমপেইজে চলে আসে তাহলে একসাথে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছেন এইসব সাইটের মাধ্যমে বেশী শেয়ার হওয়া এবং এক্সক্লুসিভ ওয়েবসাইটসমুহ খোঁজ করে থাকেন।এছাড়া আপনার ওয়েবসাইটের লিংকসমুহ যদি সার্চইঞ্জিনে ইনডেক্স না হয়ে থাকে তাহলে সার্চইঞ্জিন সমুহের সার্চলিষ্টে তা আসতে পারে এই বুকমার্কিং সাইটগুলোর মাধ্যমে।যেমন, ধরুন আপনি একটি লেখা লিনাক্স নিয়ে লিখলেন যেটির কিওয়ার্ড linux বা how to use linux কিন্তু এই কীওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটি সার্চলিষ্টে প্রথম দিকে পাওয়া যায় না কিন্তু যদি আপনি ওই লিংকটি এই কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে এই বুকমার্কিং সাইটসমুহে লিপিবদ্ধ করেন তাহলে তা ঐ কিওয়ার্ডের ভিত্তিতে প্রথম পাতায় চলে আসতে পারে।


ব্যাকলিংক বাড়ানোর জন্য এই সাইটগুলো অনেক কাজের।অনেক সময় কাষ্টম লিংকবিল্ডিং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।যেমন, কমেন্ট করার পর এপ্রুভ হয় নাকি হয়না এই চিন্তা থাকে।এছাড়া যেকোন সময় সেটি ডিলিট হওয়ার সম্ভাবনা, ডু-ফলো লিংক না হওয়া ছাড়াও বিভিন্ন সমস্যা।কিন্তু সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো আপনার বুকমার্ক করা লিংকগুলো আপনি ছাড়া কেউ কেউ ডিলিট করতে পারবে না।দরকার অনুসারে আপনি আপনার লিংকসমুহ কে সকলের জন্য ভিসিবল বা প্রাইভেট শুধু নিজের জন্য করে দিতে পারবেন।এই ওয়েবসাইটসমুহতে লিংক বিল্ডিং এর সময় নীচের বিষয়গুলো খেয়াল করে রাখলে আপনার সময় অনেক বেঁচে যাবে।

যেভাবে করবেন:

  •  সবগুলো বুকমার্কিং সাইটে একই ইউজার নেম এবং একই পাসওয়ার্ড ব্যবহার করুন তাতে পাসওয়ার্ড ভুলে যাবার সম্ভাবনা কম থাকে এবং সাইট তাড়াতাড়ি খোলা,লিংক সাবমিশানে অনেক সময় বেঁচে যাবে।
  •  আলাদা একটি ওয়ার্ড বা নোটপ্যাডে আপনার সাইটের টাইটেল, ডেসক্রিপশান,কিওয়ার্ড এবং কমেন্টের লেখা সেভ করে রাখুন তাতে কপি-পেষ্ট করে দিতে অনেক সময় বেঁচে যাবে।
  •  সব সাইটে একই টাইটেল ব্যবহার না করে ভিন্ন ভিন্ন টাইটেল ব্যবহার করার চেষ্টা করুন। যেমন, এক সাইটে বুকমার্কিং করলেন “How to use Linux” তাহলে অন্যজায়গায়  “Linux installation process for beginners  ” টাইটেলে লিংক সেভ করবেন। এতে সার্চইঞ্জিনে ডুপ্লিকেট টাইটেল হিসেবে সনাক্ত হবে না।

আপনাদের সুবিধার্থে আমি ৫০টি হাই পেইজর‍্যাঙ্কের সোশ্যাল বুকমার্কিং সাইটের লিষ্ট দিলাম নীচে:
Sl No#Bookmark  PR Alexa RankTypeSubmit
1Google.com101  free Submit
2 Slashdot.org 91,960  free Submit
3 Twitter.com 936  free Submit
4Technorati.com 9675  free Submit
5Facebook.com 94  free Submit
6Myspace.com 910  free Submit
7Netscape.com95,934  free Submit
8Youtube.com93  free Submit
9Flickr.com932  free Submit
10Reddit.com 8695  free Submit
11Propeller.com 82,391  free Submit
12Digg.com 8165  free Submit
13Mixx.com 8603  free Submit
14Stumbleupon.com 8425  free Submit
15Linkedin.com896  free Submit
16Ning.com8144  free Submit
17Orkut.com8116  free Submit
18Meebo.com8532  free Submit
19Delicious.com 8709  free Submit
20Del.icio.us8709  free Submit
21News.netscape.com85,776  free Submit
22Beta.blogger.com88  free Submit
23Men.netscape.com85,809  free Submit
24Mister-wong.com 77,084  free Submit
25Tumblr.com 7764  free Submit
26Connotea.org 79,970  free Submit
27Folkd.com 73,202  free Submit
28Squidoo.com 7493  free Submit
29Blinklist.com 76,713  free Submit
30Multiply.com 7182  free Submit
31Diigo.com 73,608  free Submit
32Consumating.com716,316,061  free Submit
33Meetup.com71,102  free Submit
3443things.com73,592  free Submit
35Dailymotion.com769  free Submit
36Metacafe.com7135  free Submit
37Rollyo.com718,196  free Submit
38Pbwiki.com76,000  free Submit
39Citeulike.org710,325  free Submit
40Mystuff.ask.com747  free Submit
41Claimid.com727,144  free Submit
42Buzz.yahoo.com72  free Submit
43Mister-wong.ru 730,467  free Submit
44Moemesto.ru 714,557  free Submit
45Librarything.com76,680  free Submit
46Blogpulse.com728,805  free Submit
47Hanzoweb.com7267,712  free Submit
48Memeorandum.com769,457  free Submit
49Meneame.net78,848  free Submit
50Nowpublic.com73,894  free Submit




Source: http://technohelpbd.blogspot.com/2012/03/blog-post_02.html

No comments:

Post a Comment