ইন্টারনেট ব্রাউজিং টিপস-2
আপনি চাইলে জায়গা সংরক্ষণের জন্য Toolbar,Links bar এবং Address bar কে ড্র্যাগ করে যেকোনো দিকে স্থাপন করতে পারেন। এমনকি বিভিন্ন বার একসাথেও রাখতে পারেন।
Internet Explorer সম্বন্ধে নানা তথ্য জানার জন্য কিংবা ব্রাউজিং সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য মেনু থেকে Help>Contents and Index-এ ক্লিক করুন।
Internet Explorer সম্বন্ধে নানা তথ্য জানার জন্য কিংবা ব্রাউজিং সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য মেনু থেকে Help>Contents and Index-এ ক্লিক করুন।
Mozila Firefox-এর টুলবারের পরিবর্তনরে জন্য মেনু থেকে কমান্ড দিন View>Toolbars>Customize।
কোনো পেজের ডাউনলোড মাঝপথে বন্ধ করার জন্য \'Esc\' প্রেস করুন।
কোনো পেজের ডাউনলোড মাঝপথে বন্ধ করার জন্য \'Esc\' প্রেস করুন।
হোম পেজ পরিবর্তন করার জন্য পেজটি খোলা অবস্থায় মেনু থেকে Tools>Internet Options-এ ক্লিক করে Use Current বাটন সিলেক্ট করুন।
ইন্টারনেট ব্রাউজিং হিস্ট্রি ক্যাশ মেমোরি দখল করে রাখে। ফলে কম্পিউটারের গতি হ্রাস পেতে পারে,এজন্য Temporary Internet File ডিলিট করুন। মেনু থেকে কমান্ড দিন Tools>Internet Option>Delete।
আপনি চাইলে যেকোনো পেজকে আপনার ফেভারটি লিস্টে অন্তর্ভুক্ত করতে পারেন, এজন্য পেজটি ওপেন অবস্থায় Mozila Forefox-এর ক্ষেত্রে Bookmarks>Organize Bookmarks বা Ctrl+Shift+B কিংবা Bookmarks this page-এ ক্লিক করুন। আপনি যদি Internet Explorer ইউজার হন তাহলে Favorite>Organize Bookmarks বা Add to Favorite-এ ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে Ctrl+D Press করুন।
ওয়েবপেজে লিংকের নিচে Underline Turn Off করে দেয়ার জন্য Internet Explorer-এর মেনুবার থেকে Tools>Internet Option- ক্লিক করে Advanced ট্যাব সিলেক্ট করে Underline links ক্যাটাগরি থেকে Never সিলেক্ট কর\"ন। আর মজিলা ফায়ারফক্সের Tools>Option-এর অধীনে Content ট্যাবের Colors বাটন সিলেক্ট করে Link Colors ক্যাটাগরির Underline Links থেকে ÔÕ চিহ্ন তুলে দিন।
পরবর্তী পেজে যাওয়ার জন্য কীবোর্ড থেকে Alt+RightArrow প্রেস করুন এবং পূর্ববর্তী পেজে আসার জন্য কীবোর্ড থেকে Alt+Left Arrow অথবা Backspace প্রেস করুন।
কোন কোন সাইট সমপ্রতি ভিজিট করেছেন তার তালিকা দেখার জন্য এড্রেস বারের ড্রপ ডাউন লিস্টে ক্লিক করুন অথবা F4 প্রেস করুন।
Internet Explorer -এর টুলবার Tools Add অথবা Remove করার জন্য টুলবারের Tools আইকন থেকে Toolbars>Customize-এ ক্লিক করুন অথবা টুলবারের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে Customize command bar-এ ক্লিক করে টুলস Add অথবা Remove করতে পারেন। এছাড়া Mozila Forefox-এর ক্ষেত্রে মেনু থেকে কমান্ড দিন View>Toolbars>Customize।
কোনো ওয়েবপেজ পরবর্তী যেকোনো সময় ইন্টারনেটবিহীন অবস্থায় পড়ার জন্য মেনুবার থেকে কমান্ড দিন File>Save As। একটি ডায়ালগ বক্স ওপেন হবে, এতে একটি পছন্দসই নাম দিয়ে ওয়েব পেজটি কাংঙ্ক্ষিত লোকেশনে সেভ করে রাখুন।
Full Screen মোডে ওয়েব সাইট দেখার জন্য F11 প্রেস করুন।
কোনো ওয়েব পেজ কিংবা পিকচার ওপেন না করেই Save করতে চাইলে লিংকটির উপর রাইট বাটন ক্লিক করে Save Target As সিলেক্ট করুন।
যে ওয়েবসাইটে যত বেশি ছবি, এনিমেশন, সাউন্ড ব্যবহার করা হয় সেই ওয়েবসাইট লোডিং হতে তত বেশি সময় লাগে। ওয়েব পেজের লোডিং দ্রুতগতিসম্পন্ন করার জন্য মেনু থেকে Tools>Internet Option-এর Advanced ট্যাব সিলেক্ট করে Multimedia ক্যাটাগরি থেকে চষধু Play animation in webpages, Play sound in webpages এবং Show pictures অপশনের উপর থেকে ÔÕ তুলে দিন (Internet Explorer-এর ক্ষেত্রে প্রযোজ্য)।
কোনো ওয়েব পেজের শুরুতে ফিরে যেতে কীবোর্ডের Home কী প্রেস করুন এবং পেজের একেবারে শেষ প্রান্তে যাওয়ার জন্য End কী প্রেস করুন।
আপনি চাইলে প্রতিটি ওয়েব পেজের জন্য পৃথক পৃথক Security Level নির্ধারণ করে দিতে পারেন। এজন্য মেনু থেকে Tools>Internet Options-এর Security ট্যাব সিলেক্ট করে Security Level নির্ধারণ করুন।
ওয়েব পেজের অন্তর্ভুক্ত কোনো Word বা Phrase খোঁজার জন্য কীবোর্ড থেকে Crl+F প্রেস করুন। ফলে Find ডায়ালগ বক্স আসবে। ওয়েব পেজের যেকোনো একটি ওয়ার্ড লিখে Next দিন, ফলে ওয়েব পেজের যে যে স্থানে শব্দটি আছে সেটি হাইলাইট করে দেখাবে।
No comments:
Post a Comment