সর্বকালের সেরা সাতটি ভি পি এন নিয়ে আজকে আমার টিউন, মিস করবেন না সংগ্রহ করে রাখুন সফটওয়্যারগুলো
বাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নতুন এক টিউন নিয়ে হাজির হলাম,টিউনটি অনেক বেশি কাজের। তো চলুন শুরু করা যাক টিউন।
অনেক সময় আমাদের দেশ সহ বিভিন্ন দেশে ফেসবুক,ইউটিউব,টুইটার,সহ ইত্যাদি সামাজিক মাধ্যম গুলো বন্ধ করে দেয়া হয়,তখন আমাদেরকে পরতে হয় বিপদে। তাই সেই বিপদে পরার আগেই আপনাদের জন্য নিয়ে এলাম পিসি জন্য সাতটি ভিপিএন নিয়ে। আজকে আমি আপনাদের পার্সোনাল ইন্টারনেট ভিপিএন অ্যাপ্লিকেশনেরর সাথে পরিচয় করিয়ে দেব।যা ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত যে কোন দেশের আইপি নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আমরা যারা মোবাইল ইন্টারনেট ইউজাররা চিন্তিত থাকি যখন আমরা কোন ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ব্যবহার করি। অনেক সময় আমাদের পার্সোনাল ডাটা চুরি হবার সম্ভবনা থেকে থাকে। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা ভিপিএন ব্যবহার করি। ভিপিএন ব্যবহার করার কারনে আমরা যে কোন দেশের আইপি চ্যাঞ্জ করে সেই দেশের ওয়েবসাইট ব্যবহার করতে পারি। যা বিনামূল্যে পাবেন না,চালাতে হলে লাগবে ডলার,তবে চিন্তার কোন কারণ নেই,কেননা আমি দিবো সম্পূর্ন ফ্রীতে। চলুন নিচ থেকে লুফে নেই।
- 1. ZenMate VPN
- 2. TunnelBear
- 4. HMA! Pro VPN
- 6. Radmin VPN
- 7. Hamachi
source: https://www.techtunes.com.bd/windows/tune-id/523052
আমার এই টিউন টি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আমার টিউন টি ভালো লাগলে টিউমেন্ট করে উৎসাহ দিন.
No comments:
Post a Comment