কি চান নাকি সব পাসওয়ার্ড হাতিয়ে নিতে? হ্যাকিং টুল+বইয়ের সমাহার (শততম টিউনে পদার্পন!)
হ্যাকিং
প্রথমে একটা মহা সুসংবাদ দিয়ে টিউন শুরু করছি। টেকটিউনস এখন Alexa র্যাংকিং এ ২০নাম্বারে!!!!!!!!!
এই টিউনটা করার আগে আমি যতটুকু চিন্তা করেছি বা প্রস্তুতি নিয়েছি আগের কোন টিউনে এমন নেইনি। এই টিউন করার আগে এত টেনশন করার কারন কি? কারন হলো একটাই। শততম টিউন!
এই টিউনে অনেক অপ্রোয়োজনিয় কথা থাকবে এবং থাকাটাই স্বাভাবিক মনে হয়! তারপরেও যারা পড়তে চান না তারা স্কিপ করে চলে যান।
আমার সংক্ষিপ্ত পরিচয়ঃ
আমার সম্পুর্ন নাম হাসান যোবায়ের (আল-ফাতাহ্)। আমি মধ্যভিত্ত পরিবারের সন্তান। আপনাদের দোয়ায় আমি এই বছর H.S.C পরীক্ষা দিব। আমি মোটামুটি ঠান্ডা টাইপের শান্ত ছেলে। অপরিচিত কারো সাথে কথা খুব কম বলি কিন্তু কারো সাথে ফ্রী হয়ে গেলে আবার অনেক বেশি কথা বলি। 😛 খুব সাদাসিধা ভাবেই জীবন যাপন করি। অতিরিক্ত আধুনিকতা পছন্দ না। কেন জানি মিথ্যা আমার অনেক অপছন্দ। বলতে গেলে মিথ্যা কথা সহ্য করতে পারি না। 🙁 আমার মনে হয় একটা গুন আছে। সেটা হলো কথা বলার চেয়ে শুনতে পছন্দ করি। শ্রোতা হিসেবে আমি চমৎকার!
খেলার মধ্যে ক্রিকেট পছন্দ। বিতর্ক করতাম নিয়মিত। ক্লাসিক গান শুনতে বেশি পছন্দ করি। মুভি দেখি প্রচুর। মন খারাপ থাকলে চুপ করে থাকি। মন ভাল থাকলে একা একা হাসি। 🙂
যেকোন ধরনের নেশাই ঘৃনা করি। আমার সম্পর্কে আর কিছু বলার মতো খুজে পাচ্ছি না। যদি কিছু জানার থাকে মন্তব্য করে জেনে নিবেন।
যেকোন ধরনের নেশাই ঘৃনা করি। আমার সম্পর্কে আর কিছু বলার মতো খুজে পাচ্ছি না। যদি কিছু জানার থাকে মন্তব্য করে জেনে নিবেন।
আমি এবং টেকটিউনসঃ
আমি বাসায় নেট আনি খুব বেশিদিন হয়নি। প্রায় দুই বছর হয় আমি নেট ব্যবহার করি। তখন নেট বলতে শুধু ফেসবুক বুঝতাম। 😛 একদিন ফেসবুকে একজন ফ্রেন্ডের কাছে সামুর লিঙ্ক পাই। ঐ দিনই প্রথম কোন বাংলা ব্লগের সাথে আমার পরিচয় হয়। সামুতেও টেকি পোস্ট আছে কিন্তু তারপরেও কিসের যেন অভাব বোধ করতাম। হঠাৎ একটা পোস্টে টেকটিউনসের লিঙ্ক পাই।
তো টেকটিউনসে ঢুকে আমার চোখতো ছানা বড়া। আসলে তখনকার অনুভুতিটা লিখে প্রকাশ করা যাবে না। আমার এখনও স্পষ্ট মনে আছে ঐ দিনের প্রথম পেজ থেকে পিছনের ৭০ পাতা পর্যন্ত আমি পড়েছিলাম। যেটাই গুরুত্বপুর্ন মনে হয়েছে সেটাই পড়ে দেখিছি। ঐ সময়ের কিছু জনপ্রিয় টিউনার ছিলেন যাদের প্রত্যেকটা টিউন পড়েছি।
এত জ্ঞানী ব্যক্তিদের মাঝে আমি টিউন করবো তখনও চিন্তা করতে পারিনি। কিছুদিন পর রেজিস্ট্রেশন করে ফেললাম। আপনাদের মনে আছে কিনা জানি না আমার নাম তখন ছিল ইংরেজিতে। Hasan Jubair(Al-Fatah) ছিল আমার আইডি। কারন তখনও বাংলা লিখতে জানতাম না! একজনের টিউনে অভ্রের সন্ধান পাই। এই জন্য অবশ্যই মেহেদি হাসান ভাই এবং উনার টিম কে বিশেষ ধন্যবাদ। কারন অভ্র না থাকলে আমি আজকে টিউনার হাসান যোবায়ের হতে পারতাম না।
এত জ্ঞানী ব্যক্তিদের মাঝে আমি টিউন করবো তখনও চিন্তা করতে পারিনি। কিছুদিন পর রেজিস্ট্রেশন করে ফেললাম। আপনাদের মনে আছে কিনা জানি না আমার নাম তখন ছিল ইংরেজিতে। Hasan Jubair(Al-Fatah) ছিল আমার আইডি। কারন তখনও বাংলা লিখতে জানতাম না! একজনের টিউনে অভ্রের সন্ধান পাই। এই জন্য অবশ্যই মেহেদি হাসান ভাই এবং উনার টিম কে বিশেষ ধন্যবাদ। কারন অভ্র না থাকলে আমি আজকে টিউনার হাসান যোবায়ের হতে পারতাম না।
তারপর সাহস করে একটা টিউন করেই ফেললাম। যদিও টিউনটা ছিল ছোট কিন্তু ঐ টিউনে ৪টা মন্তব্য পাওয়ার পর এত ভাল লেগেছিল যেটা এখন ৫০ মন্তব্য পাওয়ার পরেও পাই না। নতুন টিউনার হিসেবে অনেকেই একটু হেয় হয় আমিও হয়েছিলাম। তবে HDR একটা সফট নিয়ে টিউন করার পর আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সবচেয়ে মজার বিষয় হলো আমার টিউন সংখ্যা যখন মাত্র ১৮-২০টা তখনই টপ টিউনার মিটাআপের লিস্টে আমার নাম পাই। আর এই সুযোগে সকল টপ টিউনারের সাথে পরিচয় ঘটে যায়।
অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়ে বা উৎসর্গ করে টিউন করেছেন। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ।
সব শেষে টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভুমিকা শেষ করছি।
আর টিটি ছবির জন্য EA ভাইকে ধন্যবাদ।
*********************************************************************************************
সব শেষে টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভুমিকা শেষ করছি।
আর টিটি ছবির জন্য EA ভাইকে ধন্যবাদ।
*********************************************************************************************
ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখা কতটা ভয়ংকর হতে পারে তা নিচের সফটওয়্যারগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন। সোজা কথা ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড এক তুড়িতেই হাতিয়ে নেয়া সম্ভব!
তাহলে উপায়? হ্যা উপায় আছে। উপায় হলো মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা। মজিলাতে আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কোন ভয় ছাড়াই পাসওয়ার্ড সেভ রাখতে পারেন। কিভাবে মাস্টার পাসওয়ার্ড দিবেন?
"Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!
তাহলে উপায়? হ্যা উপায় আছে। উপায় হলো মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা। মজিলাতে আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কোন ভয় ছাড়াই পাসওয়ার্ড সেভ রাখতে পারেন। কিভাবে মাস্টার পাসওয়ার্ড দিবেন?
"Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!
যেসব টুল দিয়ে সেভ করা পাসওয়ার্ড হ্যাক করা যায়ঃ
- # BrowserPasswordDecryptor
# ChromePasswordDecryptor
# DigsbyPasswordDecryptor
# DllHijackAuditor
# ExcelPasswordRecovery
# FacebookPasswordDecryptor
# FireMaster
# FiremasterLinux
# FirePassword
# FirePasswordViewer
# FTPPasswordSniffer
# GooglePasswordDecryptor
# HashCompare
# HashGenerator
# IEPasswordDecryptor
# IMPasswordDecryptor
# iTunesPasswordDecryptor
# KeychainRecovery
# LDAPSearch
# MailPasswordDecryptor
# MirandaPasswordDecryptor
# MSNLivePasswordDecryptor
# MyspacePasswordDecryptor
# NetShareMonitor
# NetworkPasswordDecryptor
# OperaPasswordDecryptor
# OutlookPasswordDecryptor
# PaltalkPasswordDecryptor
# PDFPasswordRecovery
# PDFUnlocker
# PESpinPlugin
# PidginPasswordDecryptor
# PortScanner
# ProcHeapViewer
# ProcNetMonitor
# RemoteDirDetector
# RemoteDLL
# SafariPassword
# SFCLister
# SpyBHORemover
# SpyDLLRemover
# SSLCertScanne
# StreamArmor
# SXPasswordSuite
# ThunderbirdPassDecryptor
# TrillianPasswordDecryptor
# TwitterPasswordDecryptor
# VistaUACMaker
# WinSniff
# WordPasswordRecovery
# YahooPasswordDecryptor
# ZipPasswordUnlocker
প্রত্যেকটার কাজ বলতে গেলে একই। তাই আলাদা আলাদা বর্ননা না দিয়ে একটারই দিলাম।
BrowserPasswordDecryptor:
এটার কাজ হলো সবগুলো জনপ্রিয় ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড মুহুর্তেই বের করে আনা।
কিভাবে ব্যবহার করবেন? খুব সোজা। সাধারন সফটওয়্যারের মতো ইন্সটল করুন।
কিভাবে ব্যবহার করবেন? খুব সোজা। সাধারন সফটওয়্যারের মতো ইন্সটল করুন।
ইন্সটল শেষ হলে Start Recovery বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। তারপর দেখবেন নিচের মতো আসছে।
এখন Show Password বাটনে ক্লিক করে দেখতে পারবেন সব পাসওয়ার্ড।
Export to HTML এ চলিক করে সেভ করে রাখতে পারবেন।
এখন কথা হলো এতে লাভ কি? খুব সোজা। পোর্টেবল ভার্শন দিয়ে যে কেউ পেনড্রাইব থেকে এক ক্লিকেই হাতিয়ে নিতে পারে আপনার পাসওয়ার্ড। কোন এন্টিভাইরাস এগুলা কে ভাইরাস হিসেবে ধরবে না। আর সব চেয়ে বড় কথা হলো সব গুলাই ফ্রী সফটওয়্যার।
সব সফটওয়্যার পাবেন এখানে।
এখন কথা হলো এতে লাভ কি? খুব সোজা। পোর্টেবল ভার্শন দিয়ে যে কেউ পেনড্রাইব থেকে এক ক্লিকেই হাতিয়ে নিতে পারে আপনার পাসওয়ার্ড। কোন এন্টিভাইরাস এগুলা কে ভাইরাস হিসেবে ধরবে না। আর সব চেয়ে বড় কথা হলো সব গুলাই ফ্রী সফটওয়্যার।
সব সফটওয়্যার পাবেন এখানে।
কিছু হ্যাকিং ই-বুকঃ
SQL Injection Attacks and Defense
The Art of Exploitation
Mobile Malware Attacks and Defense
সামনে আমার HSC পরীক্ষা।
source:: http://www.techtunes.com.bd/hacking/tune-id/56699
source:: http://www.techtunes.com.bd/hacking/tune-id/56699
No comments:
Post a Comment